কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির চালক, সহকারী চালক ও পরিচালকের (গার্ড) নামে মামলা করেছেন নিহত এক ব্যক্তির স্বজন। আজ বুধবার নিহত নজরুলের ছোট ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন।
এ ছাড়া এই মামলায় ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার। তিনি জানান, মামলার তদন্ত শুরু হয়েছে।
মামলায় আসামিরা হলেন মালবাহী ট্রেনটির চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীর।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতি ছিল বলেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে। তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ দুর্ঘটনা ঘটত না। এত মানুষের ক্ষতিও হতো না।
উল্লেখ্য, গত সোমবার ভৈরব বাজার জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জন নিহত হন। আহত হন শতাধিক।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে গতকাল মঙ্গলবার নজরুলের মৃত্যু হয়। তিনি পার্শ্ববর্তী নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে ভৈরব পৌর শহরের আমলাপাড়ায় থাকতেন তিনি।
এ ঘটনায় দিনই লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) আলমগীর হোসেনকে বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির চালক, সহকারী চালক ও পরিচালকের (গার্ড) নামে মামলা করেছেন নিহত এক ব্যক্তির স্বজন। আজ বুধবার নিহত নজরুলের ছোট ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন।
এ ছাড়া এই মামলায় ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার। তিনি জানান, মামলার তদন্ত শুরু হয়েছে।
মামলায় আসামিরা হলেন মালবাহী ট্রেনটির চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীর।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতি ছিল বলেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে। তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ দুর্ঘটনা ঘটত না। এত মানুষের ক্ষতিও হতো না।
উল্লেখ্য, গত সোমবার ভৈরব বাজার জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জন নিহত হন। আহত হন শতাধিক।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে গতকাল মঙ্গলবার নজরুলের মৃত্যু হয়। তিনি পার্শ্ববর্তী নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে ভৈরব পৌর শহরের আমলাপাড়ায় থাকতেন তিনি।
এ ঘটনায় দিনই লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) আলমগীর হোসেনকে বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
২ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৩ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৩ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
৩ ঘণ্টা আগে