কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির চালক, সহকারী চালক ও পরিচালকের (গার্ড) নামে মামলা করেছেন নিহত এক ব্যক্তির স্বজন। আজ বুধবার নিহত নজরুলের ছোট ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন।
এ ছাড়া এই মামলায় ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার। তিনি জানান, মামলার তদন্ত শুরু হয়েছে।
মামলায় আসামিরা হলেন মালবাহী ট্রেনটির চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীর।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতি ছিল বলেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে। তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ দুর্ঘটনা ঘটত না। এত মানুষের ক্ষতিও হতো না।
উল্লেখ্য, গত সোমবার ভৈরব বাজার জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জন নিহত হন। আহত হন শতাধিক।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে গতকাল মঙ্গলবার নজরুলের মৃত্যু হয়। তিনি পার্শ্ববর্তী নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে ভৈরব পৌর শহরের আমলাপাড়ায় থাকতেন তিনি।
এ ঘটনায় দিনই লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) আলমগীর হোসেনকে বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির চালক, সহকারী চালক ও পরিচালকের (গার্ড) নামে মামলা করেছেন নিহত এক ব্যক্তির স্বজন। আজ বুধবার নিহত নজরুলের ছোট ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন।
এ ছাড়া এই মামলায় ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার। তিনি জানান, মামলার তদন্ত শুরু হয়েছে।
মামলায় আসামিরা হলেন মালবাহী ট্রেনটির চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীর।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতি ছিল বলেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে। তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ দুর্ঘটনা ঘটত না। এত মানুষের ক্ষতিও হতো না।
উল্লেখ্য, গত সোমবার ভৈরব বাজার জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জন নিহত হন। আহত হন শতাধিক।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে গতকাল মঙ্গলবার নজরুলের মৃত্যু হয়। তিনি পার্শ্ববর্তী নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে ভৈরব পৌর শহরের আমলাপাড়ায় থাকতেন তিনি।
এ ঘটনায় দিনই লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) আলমগীর হোসেনকে বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।
গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাত আসামিকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগেস্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বাসায় বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বাসচালকের সহকারী (হেলপার) অলি মিয়াকে। পরে লাশটি আট খণ্ড করে হত্যাকাণ্ডের প্রমাণ লোপাট করতেই একটি ট্রাভেল ব্যাগে মাথাবিহীন লাশ গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ফেলে দেন হত্যাকারীরা।
৩৯ মিনিট আগেদেশের মানুষকে জিম্মি করে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পরিবহন ধর্মঘট বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, জনগণের যাতায়াতকে অবরুদ্ধ করে দাবি আদায়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা আবারও ধর্মঘটের পথে হাঁটছেন, যা গ্রহণযোগ্য নয়।
৪২ মিনিট আগেসিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। অবরোধ শেষে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়কযোগাযোগ।
৪৩ মিনিট আগে