Ajker Patrika

মাদারীপুরে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ০৫
Thumbnail image

ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগের উপসর্গ নিয়ে শতাধিক মানুষ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি আছে। এসব রোগীর মধ্যে শিশু ও বৃদ্ধ বেশি। 

হাসপাতাল, রোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে শতাধিক রোগী ভর্তি আছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। তবে আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। হাসপাতালে ভর্তির পাশাপাশি এসব রোগের উপসর্গ নিয়ে অনেকে বহির্বিভাগে ভিড় করছে। 

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুরোনো ভবনে ছয়টি শয্যা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ৩২টি করা হয়েছে। তবুও রোগীদের শয্যা পেতে সমস্যা হচ্ছে। এ ছাড়া অন্য রোগীদের হাসপাতালের নতুন ভবনে সেবা দেওয়া হচ্ছে। 

শহরের রাস্তি এলাকা থেকে আসা শিশু রোগী সিয়ামের মা সিমা বেগম বলেন, গত দুই দিন ধরে আমার দুই বছরের ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাই হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে অনেকটাই সুস্থ আছে। 

সাত বছরের মেয়েকে হাসপাতালে এনেছেন মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকার আকলিমা বেগম। তিনি বলেন, ‘মেয়ের গত কয়েক দিন ধরে জ্বর। তাই হাসপাতালে ভর্তি করিয়েছি।’ 

বহির্বিভাগে ডাক্তার দেখাতে আসা হাজীর হাওলা গ্রামের মো. সালাউদ্দিন বলেন, ‘গত কয়েক দিন ধরে জ্বর ও সর্দি নিয়ে ভুগছি। হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি।’ 

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কল্যাণী সরকার বলেন, ‘হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। এর পরও আমরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি। আসনের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি আছে। ’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিভিল সার্জন মুনীর আহম্মদ খান বলেন, ‘পানিবাহিত রোগ দেখা দিলে পর্যাপ্ত পরিমাণে তরলজাতীয় খাবার খেতে হবে। এ ছাড়া উপসর্গ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকেরও পরামর্শ নিতে হবে। বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা বেশি। হাসপাতালে ভর্তি হওয়া সব রোগীকে আমরা সাধ্যমতো সেবা দিয়ে আসছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত