মাদারীপুর প্রতিনিধি
ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগের উপসর্গ নিয়ে শতাধিক মানুষ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি আছে। এসব রোগীর মধ্যে শিশু ও বৃদ্ধ বেশি।
হাসপাতাল, রোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে শতাধিক রোগী ভর্তি আছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। তবে আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। হাসপাতালে ভর্তির পাশাপাশি এসব রোগের উপসর্গ নিয়ে অনেকে বহির্বিভাগে ভিড় করছে।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুরোনো ভবনে ছয়টি শয্যা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ৩২টি করা হয়েছে। তবুও রোগীদের শয্যা পেতে সমস্যা হচ্ছে। এ ছাড়া অন্য রোগীদের হাসপাতালের নতুন ভবনে সেবা দেওয়া হচ্ছে।
শহরের রাস্তি এলাকা থেকে আসা শিশু রোগী সিয়ামের মা সিমা বেগম বলেন, গত দুই দিন ধরে আমার দুই বছরের ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাই হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে অনেকটাই সুস্থ আছে।
সাত বছরের মেয়েকে হাসপাতালে এনেছেন মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকার আকলিমা বেগম। তিনি বলেন, ‘মেয়ের গত কয়েক দিন ধরে জ্বর। তাই হাসপাতালে ভর্তি করিয়েছি।’
বহির্বিভাগে ডাক্তার দেখাতে আসা হাজীর হাওলা গ্রামের মো. সালাউদ্দিন বলেন, ‘গত কয়েক দিন ধরে জ্বর ও সর্দি নিয়ে ভুগছি। হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কল্যাণী সরকার বলেন, ‘হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। এর পরও আমরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি। আসনের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি আছে। ’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিভিল সার্জন মুনীর আহম্মদ খান বলেন, ‘পানিবাহিত রোগ দেখা দিলে পর্যাপ্ত পরিমাণে তরলজাতীয় খাবার খেতে হবে। এ ছাড়া উপসর্গ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকেরও পরামর্শ নিতে হবে। বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা বেশি। হাসপাতালে ভর্তি হওয়া সব রোগীকে আমরা সাধ্যমতো সেবা দিয়ে আসছি।’
ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগের উপসর্গ নিয়ে শতাধিক মানুষ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি আছে। এসব রোগীর মধ্যে শিশু ও বৃদ্ধ বেশি।
হাসপাতাল, রোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে শতাধিক রোগী ভর্তি আছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। তবে আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। হাসপাতালে ভর্তির পাশাপাশি এসব রোগের উপসর্গ নিয়ে অনেকে বহির্বিভাগে ভিড় করছে।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুরোনো ভবনে ছয়টি শয্যা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ৩২টি করা হয়েছে। তবুও রোগীদের শয্যা পেতে সমস্যা হচ্ছে। এ ছাড়া অন্য রোগীদের হাসপাতালের নতুন ভবনে সেবা দেওয়া হচ্ছে।
শহরের রাস্তি এলাকা থেকে আসা শিশু রোগী সিয়ামের মা সিমা বেগম বলেন, গত দুই দিন ধরে আমার দুই বছরের ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাই হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে অনেকটাই সুস্থ আছে।
সাত বছরের মেয়েকে হাসপাতালে এনেছেন মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকার আকলিমা বেগম। তিনি বলেন, ‘মেয়ের গত কয়েক দিন ধরে জ্বর। তাই হাসপাতালে ভর্তি করিয়েছি।’
বহির্বিভাগে ডাক্তার দেখাতে আসা হাজীর হাওলা গ্রামের মো. সালাউদ্দিন বলেন, ‘গত কয়েক দিন ধরে জ্বর ও সর্দি নিয়ে ভুগছি। হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কল্যাণী সরকার বলেন, ‘হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। এর পরও আমরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি। আসনের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি আছে। ’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিভিল সার্জন মুনীর আহম্মদ খান বলেন, ‘পানিবাহিত রোগ দেখা দিলে পর্যাপ্ত পরিমাণে তরলজাতীয় খাবার খেতে হবে। এ ছাড়া উপসর্গ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকেরও পরামর্শ নিতে হবে। বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা বেশি। হাসপাতালে ভর্তি হওয়া সব রোগীকে আমরা সাধ্যমতো সেবা দিয়ে আসছি।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে