Ajker Patrika

তরুণদের কেউ কেউ নিজ স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে: সমন্বয়ক সারজিস আলম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
তরুণদের কেউ কেউ নিজ স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে: সমন্বয়ক সারজিস আলম

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘ছাত্র-জনতার হাতে ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই আমরা। তরুণ প্রজন্মকে কিছু মানুষ নিজ স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে। তরুণদের কিশোর গ্যাং বানানো হচ্ছে। সম্ভাবনাময় তরুণদের লাঠিয়াল বাহিনী বানাতে চায় তারা। আপনারা কারও লাঠিয়াল হবেন না। নিজ মেধা, যোগ্যতা ও দক্ষতায় নিজেকে গড়ে তুলুন।’

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় সারজিস আলম এ কথা বলেন। গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে এই সভা হয়।

নারায়ণগঞ্জ শহরের পৌর স্টেডিয়ামে আয়োজিত সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে দুপুর থেকেই পৌর স্টেডিয়ামে জড়ো হতে থাকেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েক হাজার শিক্ষার্থীর উপস্থিতি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।

সারজিস আলম বলেন, ‘নারায়ণগঞ্জের ফুটপাত, গার্মেন্টস, মার্কেট, অটো স্ট্যান্ডের চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্রসমাজের অবস্থান। আন্দোলনে যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছিল নারায়ণগঞ্জ। সেই লড়াকুরা এখনো আছে। আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলে ঢুকিয়েছে। আজও যদি কেউ একই ধারায় কাজ করে, আমরা তাদের সমর্থন দেব না। যখনই প্রয়োজন হবে মাঠে নামব। যেকোনো ফ্যাসিস্টকে দেশছাড়া করব।’

নারায়ণগঞ্জে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় সারজিস আলম। ছবি: আজকের পত্রিকাএই ছাত্রনেতা আরও বলেন, ‘নারায়ণগঞ্জে আমাদের ওপর যারা হামলা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না। হোক সেটা শেখ হাসিনা, কিংবা তার দোসর। তাদের বিচার হতেই হবে। আমাদের মনে রাখতে হবে, সংসদে পলিসি মেকিংয়ে নারায়ণগঞ্জ থেকে আমরা আরও বেশি লোককে দেখতে চাই। কারণ দিন শেষে সবকিছু নির্ধারিত হয় ওই সংসদ থেকে। আমরা ভবিষ্যতে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই। ভবিষ্যতে বৈষম্যমুক্ত সরকার গঠনে নেতৃত্বে দেবে ছাত্র সমাজ। বিশ্বাস রাখি, আগামী সরকারের প্রধানমন্ত্রী হবে নারায়ণগঞ্জ থেকে।’

সভায় আরও বক্তব্য দেন সমন্বয়ক মেহরাব সিফাত, শাহিন মিয়া, সামিয়া মাসুদ মম, আবদুল্লাহ সালেহীন অয়ন, আসিফ আদনান প্রমুখ। 

এর আগে সকালে সারজিস আলম নারায়ণগঞ্জে উপস্থিত হয়ে ১৪ জন নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের স্বজনদের খোঁজখবর নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত