উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এর অরুন আলো উড়োজাহাজের সিটের পাইপ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি ৩৪৮ ফ্লাইটে রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসা ওই উড়োজাহাজটিতে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা।
পরবর্তীতে ঢাকা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজ সোমবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অত্যাধুনিক বিমান অরুন আলোতে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম। এসব স্বর্ণের বারগুলো বিমানটির ১৭ জে এবং ১৯জে সিটের নিচের পাইপের ভেতর সু-কৌশলে লুকায়িত অবস্থায় জব্দ করা হয়।
শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আসা ওই বিমানটি থেকে যাত্রী নেমে যাওয়ার পর হ্যাঙ্গার গেটে নিয়ে তল্লাশি করে এসব স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে সু-কৌশলে লুকায়িত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
এ ঘটনায় বিমানবন্দর থানায় ঢাকা কাস্টমস হাউসের সহকারি রাজস্ব কর্মকর্তা জোহরা খানম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি ফৌজদারি মামলা কর হয়েছে। সেই সঙ্গে জব্দকৃত স্বর্ণের বারগুলো ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এর অরুন আলো উড়োজাহাজের সিটের পাইপ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি ৩৪৮ ফ্লাইটে রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসা ওই উড়োজাহাজটিতে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা।
পরবর্তীতে ঢাকা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজ সোমবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অত্যাধুনিক বিমান অরুন আলোতে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম। এসব স্বর্ণের বারগুলো বিমানটির ১৭ জে এবং ১৯জে সিটের নিচের পাইপের ভেতর সু-কৌশলে লুকায়িত অবস্থায় জব্দ করা হয়।
শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আসা ওই বিমানটি থেকে যাত্রী নেমে যাওয়ার পর হ্যাঙ্গার গেটে নিয়ে তল্লাশি করে এসব স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে সু-কৌশলে লুকায়িত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
এ ঘটনায় বিমানবন্দর থানায় ঢাকা কাস্টমস হাউসের সহকারি রাজস্ব কর্মকর্তা জোহরা খানম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি ফৌজদারি মামলা কর হয়েছে। সেই সঙ্গে জব্দকৃত স্বর্ণের বারগুলো ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
২৮ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৩৪ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৩৮ মিনিট আগে