Ajker Patrika

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে আবার মাইলস্টোনে ফিরলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৭: ৫৭
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপদেষ্টাদের গাড়িবহর ফের কলেজ ক্যাম্পসে ফিরে যায়। ছবি: আজকের পত্রিকা
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপদেষ্টাদের গাড়িবহর ফের কলেজ ক্যাম্পসে ফিরে যায়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে গেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রেস সচিব। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে তাঁরা কলেজ ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে আজ বেলা সাড়ে ৩টার কিছু আগে কলেজ থেকে বের হন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রেস সচিব শফিকুল আলমসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা। তার আগে ক্যাম্পাসের ভেতর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ পাহারায় তাঁরা বের হন।

এ সময় কলেজের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদেরও দেখা যায়নি। উপদেষ্টাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে গেলে বিকেল পৌনে ৪টার দিকে বাধা দেয় শিক্ষার্থীরা।

এর আগে বেলা পৌনে ১টার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ সময় অবস্থান করতে দেখা গেছে। সকালে উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার কলেজ পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরে। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে।

দুই উপদেষ্টা পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাঁদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন। সেখানে শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাঁদের আলোচনা চলে। এ সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো—নিহত ব্যক্তিদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা; আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা; শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জনসমক্ষে সেনাসদস্যদের নিঃশর্ত ক্ষমা চাওয়া; নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া; বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োযান চালু করা এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণকেন্দ্র পরিবর্তন করে আরও ‘মানবিক ও নিরাপদ ব্যবস্থা’ চালু করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত