নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সজল ঢালি (৪৫) নামে পুরান ঢাকার এক কাপড় ব্যবসায়ী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত বুধবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন বাড়ির কাজ শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ। তার মোবাইল ফোন বন্ধ থাকায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্বজনরা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সজল ঢালির শ্বশুর মো. অহিদুল।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত বুধবার রাত আনুমানিক ১১টায় কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ সি-ব্লকের নির্মাণাধীন বাড়ির কাজ শেষে রাজধানীর শ্যামপুরের আরসিন গেটের বর্তমান বাসায় ফেরার পথে রওনা হয়। এরপর আর বাসায় ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো হদিস পাওয়া যায়নি।
নিখোঁজ সজল ঢালির স্ত্রী তানিয়া আক্তার বলেন, তাঁর স্বামী পুরান ঢাকার সদরঘাটে কাপড় ব্যবসায়ী। সজলের সঙ্গে কারও সঙ্গে দ্বন্দ্ব ছিল না। এমনকি পারিবারিক কোনো কলহ নেই। বুধবার দুপুরে প্রতিদিনের মতো বাসা থেকে বেরিয়ে সদরঘাটে অফিসে যান। সেখান থেকে কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে নির্মাণাধীন বাড়ির কাজের অগ্রগতি দেখতে যান। রাতে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। ওই দিনের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, দিন যতই যাচ্ছে স্বজনদের মধ্যে উৎকণ্ঠা তত বাড়ছে। দুই মেয়ে শুধু বাবাকে খুঁজছে। তারা বারবার আকুতি জানিয়ে বলেন, আমার বাবাকে ফিরিয়ে দাও। ঘটনার পর র্যাব-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজলের খোঁজে তদন্তের নেমেছে। এখনো তার সন্ধান পায়নি তারা।
এ প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন অর-রশিদ বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে সর্বশেষ অবস্থান দেখতে পেয়েছি তিনি কেরানীগঞ্জ থেকে ঢাকায় উদ্দেশ্যে গিয়েছেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।’
নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানান।
সজল ঢালি (৪৫) নামে পুরান ঢাকার এক কাপড় ব্যবসায়ী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত বুধবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন বাড়ির কাজ শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ। তার মোবাইল ফোন বন্ধ থাকায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্বজনরা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সজল ঢালির শ্বশুর মো. অহিদুল।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত বুধবার রাত আনুমানিক ১১টায় কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ সি-ব্লকের নির্মাণাধীন বাড়ির কাজ শেষে রাজধানীর শ্যামপুরের আরসিন গেটের বর্তমান বাসায় ফেরার পথে রওনা হয়। এরপর আর বাসায় ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো হদিস পাওয়া যায়নি।
নিখোঁজ সজল ঢালির স্ত্রী তানিয়া আক্তার বলেন, তাঁর স্বামী পুরান ঢাকার সদরঘাটে কাপড় ব্যবসায়ী। সজলের সঙ্গে কারও সঙ্গে দ্বন্দ্ব ছিল না। এমনকি পারিবারিক কোনো কলহ নেই। বুধবার দুপুরে প্রতিদিনের মতো বাসা থেকে বেরিয়ে সদরঘাটে অফিসে যান। সেখান থেকে কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে নির্মাণাধীন বাড়ির কাজের অগ্রগতি দেখতে যান। রাতে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। ওই দিনের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, দিন যতই যাচ্ছে স্বজনদের মধ্যে উৎকণ্ঠা তত বাড়ছে। দুই মেয়ে শুধু বাবাকে খুঁজছে। তারা বারবার আকুতি জানিয়ে বলেন, আমার বাবাকে ফিরিয়ে দাও। ঘটনার পর র্যাব-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজলের খোঁজে তদন্তের নেমেছে। এখনো তার সন্ধান পায়নি তারা।
এ প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন অর-রশিদ বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে সর্বশেষ অবস্থান দেখতে পেয়েছি তিনি কেরানীগঞ্জ থেকে ঢাকায় উদ্দেশ্যে গিয়েছেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।’
নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানান।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
২ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে