বিশেষ প্রতিনিধি, ঢাকা
যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি-৩৪০) গতকাল বুধবার রাতে ঢাকা ছাড়তে পারেনি। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। যাত্রীদের অনেকে গুরুতর অসুস্থ, চিকিৎসার উদ্দেশ্যে গন্তব্যে যাত্রা করছিলেন, কেউ কেউ ছিলেন বয়স্ক বা হুইলচেয়ারে চলাচলকারী।
ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল বুধবার রাত ২টা ৪৫ মিনিট। যাত্রীরা এর আগেই রাত ৯টা থেকে ১০টার মধ্যে বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশন সম্পন্ন করেন। কিন্তু বোর্ডিংয়ের আগমুহূর্তে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারছে না। এরপর থেকে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অপেক্ষা করেন।
আজ দুপুর ১২টার দিকে ফ্লাইটের যাত্রী আরিফুজ্জামান তুহিন বলেন, ‘আমরা কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য পাচ্ছি না। তিনটি যোগাযোগ নম্বর দেওয়া হলেও দুটি নম্বর বন্ধ এবং তৃতীয়টিতে কেউ রিসিভ করে না। যাত্রীরা কেউ লাউঞ্জে, কেউ মেঝেতে, আবার কেউ ছড়িয়ে-ছিটিয়ে যেখানে পারছেন সেখানেই অপেক্ষা করছেন। কেউ কোনো দিকনির্দেশনা দিচ্ছেন না। কোনো বিকল্প ফ্লাইটের আশ্বাসও পাওয়া যায়নি।’
আরিফুজ্জামান আরও বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য যাচ্ছি। বৃহস্পতিবার সকাল ১০টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যা আমরা মিস করেছি। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ আমাদের অন্য কোনো ফ্লাইটে ওঠার ব্যবস্থা করেনি।’
বয়সজনিত জটিলতা কিংবা অন্যান্য শারীরিক সমস্যায় ভোগা যাত্রীরা বিশ্রামের মতো ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত ছিলেন। বিমানবন্দরে তাঁদের জন্য ছিল না কোনো পর্যাপ্ত ব্যবস্থা।
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, এই ফ্লাইটের যাত্রীসংখ্যা আনুমানিক ২০০ জন। আজ বেলা ১টার দিকে সংশ্লিষ্ট এয়ারওয়েজের আরও একটি ফ্লাইট ছিল, অগ্রাধিকার ভিত্তিতে ওই ফ্লাইটে কিছুসংখ্যক যাত্রী যান।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় থাই এয়ারওয়েজের ঢাকা স্টেশন ম্যানেজারের অফিশিয়াল নম্বরে। তিনি পরে যোগাযোগ করতে বলেন।
তবে থাই এয়ারওয়েজের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) আজকের পত্রিকাকে জানান, গতকাল রাতে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এখন ইঞ্জিনিয়ার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ এসে পৌঁছেছে। ইনশা আল্লাহ আজ বিকেল ৪টার দিকে ফ্লাইটটি ছাড়বে। যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি-৩৪০) গতকাল বুধবার রাতে ঢাকা ছাড়তে পারেনি। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। যাত্রীদের অনেকে গুরুতর অসুস্থ, চিকিৎসার উদ্দেশ্যে গন্তব্যে যাত্রা করছিলেন, কেউ কেউ ছিলেন বয়স্ক বা হুইলচেয়ারে চলাচলকারী।
ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল বুধবার রাত ২টা ৪৫ মিনিট। যাত্রীরা এর আগেই রাত ৯টা থেকে ১০টার মধ্যে বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশন সম্পন্ন করেন। কিন্তু বোর্ডিংয়ের আগমুহূর্তে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারছে না। এরপর থেকে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অপেক্ষা করেন।
আজ দুপুর ১২টার দিকে ফ্লাইটের যাত্রী আরিফুজ্জামান তুহিন বলেন, ‘আমরা কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য পাচ্ছি না। তিনটি যোগাযোগ নম্বর দেওয়া হলেও দুটি নম্বর বন্ধ এবং তৃতীয়টিতে কেউ রিসিভ করে না। যাত্রীরা কেউ লাউঞ্জে, কেউ মেঝেতে, আবার কেউ ছড়িয়ে-ছিটিয়ে যেখানে পারছেন সেখানেই অপেক্ষা করছেন। কেউ কোনো দিকনির্দেশনা দিচ্ছেন না। কোনো বিকল্প ফ্লাইটের আশ্বাসও পাওয়া যায়নি।’
আরিফুজ্জামান আরও বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য যাচ্ছি। বৃহস্পতিবার সকাল ১০টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যা আমরা মিস করেছি। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ আমাদের অন্য কোনো ফ্লাইটে ওঠার ব্যবস্থা করেনি।’
বয়সজনিত জটিলতা কিংবা অন্যান্য শারীরিক সমস্যায় ভোগা যাত্রীরা বিশ্রামের মতো ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত ছিলেন। বিমানবন্দরে তাঁদের জন্য ছিল না কোনো পর্যাপ্ত ব্যবস্থা।
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, এই ফ্লাইটের যাত্রীসংখ্যা আনুমানিক ২০০ জন। আজ বেলা ১টার দিকে সংশ্লিষ্ট এয়ারওয়েজের আরও একটি ফ্লাইট ছিল, অগ্রাধিকার ভিত্তিতে ওই ফ্লাইটে কিছুসংখ্যক যাত্রী যান।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় থাই এয়ারওয়েজের ঢাকা স্টেশন ম্যানেজারের অফিশিয়াল নম্বরে। তিনি পরে যোগাযোগ করতে বলেন।
তবে থাই এয়ারওয়েজের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) আজকের পত্রিকাকে জানান, গতকাল রাতে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এখন ইঞ্জিনিয়ার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ এসে পৌঁছেছে। ইনশা আল্লাহ আজ বিকেল ৪টার দিকে ফ্লাইটটি ছাড়বে। যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে।
মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী খুদে ফুটবলার সোহানের অসাধারণ প্রতিভা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাফজয়ী অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে ফুটবল খেলার সরঞ্জা
১ ঘণ্টা আগেনাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেট কারে সাইদুর রহমান (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইদুর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশের ধারণা, নিহত সাইদুর একজন পেশাদার গাড়িচালক।
২ ঘণ্টা আগেআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তা ও ব্যাংকের নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনের আহতের খবর পাওয়া গেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, তারা সবাই ব্যাংকের বর্তমান কর্মকর্তা ও কর্মচারী। তবে হামলার সময় নিরাপত্তাকর্মীদের লাঠিপেটায় কতজন কর্মকর্তা আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান ওরফে আরমান আলী বাবুর (১১) গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় র্যাব তিনজনকে গ্রেপ্তার করার কথা জানালেও স্থানীয় থানা-পুলিশের বক্তব্যে এসেছে ভিন্ন সুর। র্যাব যেখানে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করছে, সেখানে থানা-পুলিশ বলছে—গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অন্য
২ ঘণ্টা আগে