নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের বিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরণের দুটি কারণ হতে পারে—প্রাকৃতিক গ্যাস জমার কারণে এবং এক্সিডেন্ট। কারণ, আমাদের তদন্তে আমরা এখন পর্যন্ত কোনো নাশকতার আলামত খুঁজে পাইনি। আর দুটি আগুনের ঘটনায় ফায়ার ব্রিগেড তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন দেখলে বুঝতে পারব এগুলো নাশকতা, নাকি দুর্ঘটনা।’
ডিএমপি কমিশনার আরো বলেন, ‘আপনারা জানেন, আমাদের অনেকগুলো মার্কেটকে এর মধ্যে ফায়ার ব্রিগেড ঝুঁকিপূর্ণ বলেছে। এ রকম বৈরী আবহাওয়ার মধ্যে যেকোনো ছোট্ট দুর্ঘটনায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটতে পারে। আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করব। এগুলো নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে।’
মাত্র ১১ দিন আগে ভয়াবহ আগুনে বঙ্গবাজারে জনপ্রিয় খুচরা ও পাইকারি কাপড়ের সাতটি মার্কেটে অন্তত ৫ হাজার দোকান পুড়েছে এবং ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির নেতাদের দাবি।
এর মধ্যেই শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেটের বর্ধিত অংশ নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশও উদ্ধার তৎপরতায় যোগ দেয়। তারা ব্যবসায়ীদের মালামাল উদ্ধারের চেষ্টা করছে।
খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আপনারা জানেন যে আগের দুইটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরে আমাদের বঙ্গবাজারে একটি বড় আগুনের ঘটনা ঘটল। গতকাল রাতে একটি হাজারীবাগের ট্যানারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকে ভোরে আবার এই নিউমার্কেটে আগুন লেগেছে। বিস্ফোরণের দুইটা ঘটনাতেই আমরা মামলা নিয়েছি। বঙ্গবাজারের ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর আমরা ইন্টারনাল একটা তদন্ত করেছি। যদিও তদন্ত কমিটি করা হয়নি।’
তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি মানবিক পুলিশিংটাও আমরা করে থাকি। কোনো ঘটনা ঘটলে আমাদের সবার আগে বলা থাকে ফায়ার বিগ্রেড যেন নির্বিঘ্নে আগুন নেভানোর কাজ করতে পারে। মানুষ যেন তার যাতায়াতের পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেই ব্যবস্থা করা। তারপর কোনো জিনিসপত্র কেউ যেন লুটপাট না করে, সে বিষয়টা দেখা এবং মানবিক পুলিশিং আমাদের তিন নম্বর কাজ। এর জন্য যদি আমাদের ঝুঁকি নিতে হয়, তবে আমরা সেই ঝুঁকি নিতে রাজি আছি।’
আরও পড়ুন:
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের বিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরণের দুটি কারণ হতে পারে—প্রাকৃতিক গ্যাস জমার কারণে এবং এক্সিডেন্ট। কারণ, আমাদের তদন্তে আমরা এখন পর্যন্ত কোনো নাশকতার আলামত খুঁজে পাইনি। আর দুটি আগুনের ঘটনায় ফায়ার ব্রিগেড তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন দেখলে বুঝতে পারব এগুলো নাশকতা, নাকি দুর্ঘটনা।’
ডিএমপি কমিশনার আরো বলেন, ‘আপনারা জানেন, আমাদের অনেকগুলো মার্কেটকে এর মধ্যে ফায়ার ব্রিগেড ঝুঁকিপূর্ণ বলেছে। এ রকম বৈরী আবহাওয়ার মধ্যে যেকোনো ছোট্ট দুর্ঘটনায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটতে পারে। আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করব। এগুলো নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে।’
মাত্র ১১ দিন আগে ভয়াবহ আগুনে বঙ্গবাজারে জনপ্রিয় খুচরা ও পাইকারি কাপড়ের সাতটি মার্কেটে অন্তত ৫ হাজার দোকান পুড়েছে এবং ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির নেতাদের দাবি।
এর মধ্যেই শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেটের বর্ধিত অংশ নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশও উদ্ধার তৎপরতায় যোগ দেয়। তারা ব্যবসায়ীদের মালামাল উদ্ধারের চেষ্টা করছে।
খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আপনারা জানেন যে আগের দুইটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরে আমাদের বঙ্গবাজারে একটি বড় আগুনের ঘটনা ঘটল। গতকাল রাতে একটি হাজারীবাগের ট্যানারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকে ভোরে আবার এই নিউমার্কেটে আগুন লেগেছে। বিস্ফোরণের দুইটা ঘটনাতেই আমরা মামলা নিয়েছি। বঙ্গবাজারের ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর আমরা ইন্টারনাল একটা তদন্ত করেছি। যদিও তদন্ত কমিটি করা হয়নি।’
তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি মানবিক পুলিশিংটাও আমরা করে থাকি। কোনো ঘটনা ঘটলে আমাদের সবার আগে বলা থাকে ফায়ার বিগ্রেড যেন নির্বিঘ্নে আগুন নেভানোর কাজ করতে পারে। মানুষ যেন তার যাতায়াতের পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেই ব্যবস্থা করা। তারপর কোনো জিনিসপত্র কেউ যেন লুটপাট না করে, সে বিষয়টা দেখা এবং মানবিক পুলিশিং আমাদের তিন নম্বর কাজ। এর জন্য যদি আমাদের ঝুঁকি নিতে হয়, তবে আমরা সেই ঝুঁকি নিতে রাজি আছি।’
আরও পড়ুন:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
৩ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগে