ঢামেক প্রতিবেদক
রাজধানীর ডেমরার মুসলিমনগর এলাকায় ঢালু জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় আব্দুল ওমর ইবনুল খাত্তাব হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেখতে পেয়ে স্বজনেরা শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির নাম আব্দুল আহাদ (১১)। সে ওই এলাকার ফলের দোকানি খোকন মিয়ার ছেলে।
হাসপাতালে শিশুটির চাচা আবুল হোসেন আজকের পত্রিকাকে জানান, দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিল আহাদ। পরিবারের সঙ্গে মুসলিমনগর কুয়েতি মসজিদের পাশে একটি বাড়িতে থাকে তারা। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জগন্নাথপুরে।
তিনি আরও জানান, সকাল ১০টার দিকে মুসলিমনগরের বাসা থেকে একাই খেলতে বের হয় আহাদ। এর কিছুক্ষণ পর অন্য এক শিশু বাসায় এসে তার মাকে খবর দেয়, আহাদ পানিতে পড়ে গেছে। তখন স্বজনেরা দৌড়ে সেখানে গিয়ে আহাদকে পানিতে ভাসতে দেখেন। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের ধারণা, পানি দেখে সেখানে গোসল করতে নেমেছিল আহাদ। সাঁতার না জানায় ডুবে মারা গেছে সে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানার পুলিশকে জানানো হয়েছে।
রাজধানীর ডেমরার মুসলিমনগর এলাকায় ঢালু জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় আব্দুল ওমর ইবনুল খাত্তাব হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেখতে পেয়ে স্বজনেরা শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির নাম আব্দুল আহাদ (১১)। সে ওই এলাকার ফলের দোকানি খোকন মিয়ার ছেলে।
হাসপাতালে শিশুটির চাচা আবুল হোসেন আজকের পত্রিকাকে জানান, দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিল আহাদ। পরিবারের সঙ্গে মুসলিমনগর কুয়েতি মসজিদের পাশে একটি বাড়িতে থাকে তারা। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জগন্নাথপুরে।
তিনি আরও জানান, সকাল ১০টার দিকে মুসলিমনগরের বাসা থেকে একাই খেলতে বের হয় আহাদ। এর কিছুক্ষণ পর অন্য এক শিশু বাসায় এসে তার মাকে খবর দেয়, আহাদ পানিতে পড়ে গেছে। তখন স্বজনেরা দৌড়ে সেখানে গিয়ে আহাদকে পানিতে ভাসতে দেখেন। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের ধারণা, পানি দেখে সেখানে গোসল করতে নেমেছিল আহাদ। সাঁতার না জানায় ডুবে মারা গেছে সে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানার পুলিশকে জানানো হয়েছে।
নরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
৪ মিনিট আগেমানব পাচার মামলায় সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই রবিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে জেলার খোকসা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা–পুলিশ।
১০ মিনিট আগেদেশে প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে আলোক শিক্ষালয়ে ‘বই পড়ি, স্বপ্ন আঁকি’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বুক অলিম্পিয়াড। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে মুক্ত আসরের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটি। শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য এই অলিম্পিয়াড আয়
১২ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘১৯ ব্যাচের উদ্যোগে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শহীদ মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
১৯ মিনিট আগে