প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের ঘিওরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভ শেষে ঘিওর উপজেলা পরিষদ চত্বর ঘেরাও করেন স্থানীয়রা। আজ সোমবার ঘিওর উপজেলার বৈলট, কৈশুন্ডা, বাটোরাকান্দি ও মাইলাগীর এলাকাবাসী বিদ্যুৎ ভোগান্তির কারণে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ কর্মসূচিতে এলাকাবাসী ঘিওর জোনাল বিদ্যুৎ অফিসের প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেন।
ঘিওর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. হারুন অর রশিদ বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের ফলে আমার ও আশপাশের এলাকার লোকজনের ফ্রিজ, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক জিনিস বিকল হয়ে গেছে।
বৈলট বাজার বণিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন, ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়নের বৈলট গ্রামের বাজার থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল দেওয়া হয়। কিন্তু প্রতিদিন সকাল কিংবা বিকেলে ১৫ / ২০ বার বিদ্যুৎ চলে যায়। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ছাড়া আমাদের ব্যবসায়ী মহলের ব্যবসায়ও ক্ষতি হচ্ছে। এ সমস্যার বিষয়ে একাধিকবার বিদ্যুৎ বিভাগের লোকেদের জানানো হলেও ভোগান্তি কমেনি; বরং বেড়েছে।
ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে আমি ঘিওর উপজেলা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপকের সঙ্গে কথা বললে তিনি জানান, অসময়ে বিভিন্ন খাল-বিল ও নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় বিদ্যুৎ লাইনের চরম ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ লাইন রক্ষার্থে আমাদের সময়ে-অসময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হচ্ছে।
এ বিষয়ে ঘিওর উপজেলা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. মাহবুবুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন, ‘আমি ঘিওরে আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমি ঘিওরকে মডেল থানা হিসেবে শতভাগ বিদ্যুতের আওতায় এনেছি। জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মানুষের সেবায় মাঠ পর্যায়ে ২৪ ঘণ্টাই কাজ করে যাচ্ছে।’
মানিকগঞ্জের ঘিওরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভ শেষে ঘিওর উপজেলা পরিষদ চত্বর ঘেরাও করেন স্থানীয়রা। আজ সোমবার ঘিওর উপজেলার বৈলট, কৈশুন্ডা, বাটোরাকান্দি ও মাইলাগীর এলাকাবাসী বিদ্যুৎ ভোগান্তির কারণে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ কর্মসূচিতে এলাকাবাসী ঘিওর জোনাল বিদ্যুৎ অফিসের প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেন।
ঘিওর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. হারুন অর রশিদ বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের ফলে আমার ও আশপাশের এলাকার লোকজনের ফ্রিজ, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক জিনিস বিকল হয়ে গেছে।
বৈলট বাজার বণিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন, ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়নের বৈলট গ্রামের বাজার থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল দেওয়া হয়। কিন্তু প্রতিদিন সকাল কিংবা বিকেলে ১৫ / ২০ বার বিদ্যুৎ চলে যায়। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ছাড়া আমাদের ব্যবসায়ী মহলের ব্যবসায়ও ক্ষতি হচ্ছে। এ সমস্যার বিষয়ে একাধিকবার বিদ্যুৎ বিভাগের লোকেদের জানানো হলেও ভোগান্তি কমেনি; বরং বেড়েছে।
ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে আমি ঘিওর উপজেলা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপকের সঙ্গে কথা বললে তিনি জানান, অসময়ে বিভিন্ন খাল-বিল ও নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় বিদ্যুৎ লাইনের চরম ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ লাইন রক্ষার্থে আমাদের সময়ে-অসময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হচ্ছে।
এ বিষয়ে ঘিওর উপজেলা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. মাহবুবুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন, ‘আমি ঘিওরে আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমি ঘিওরকে মডেল থানা হিসেবে শতভাগ বিদ্যুতের আওতায় এনেছি। জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মানুষের সেবায় মাঠ পর্যায়ে ২৪ ঘণ্টাই কাজ করে যাচ্ছে।’
কক্সবাজার শহরে বাঁকখালী নদীতীরের পাঁচ কিলোমিটার এলাকায় দখল-দূষণ পর্যবেক্ষণ করে হতবাক হয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও সৈয়দা রিজওয়ানা হাসান। দুজন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কস্তুরাঘাট খুরুশকূল সেতুসংলগ্ন এলাকায় নৌবন্দরের জন্য নির্ধারিত স্থানে যান।
৪ মিনিট আগেদেশের তিন বিমানবন্দরে চার প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক
১৪ মিনিট আগেআদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষিত হওয়ার পরও গেজেট প্রকাশে বিলম্ব হওয়ার কারণ জানতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
২৩ মিনিট আগেখাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। আজ বৃহস্পতিবার সংগঠনটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমার পাঠানো এক বিবৃতিতে পাঁচ শিক্ষার্থীর মুক্তির বিষয়টি নিশ্চিত
২৯ মিনিট আগে