Ajker Patrika

আরামবাগেও বিএনপি-পুলিশ ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮: ২২
আরামবাগেও বিএনপি-পুলিশ ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ

রাজধানীর আরামবাগে জামায়াতে ইসলামীর সমাবেশ শেষ হওয়ার পর ওই এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আশপাশে ব্যাপক অগ্নিসংযোগ করা হয়। ঢাকা সিটি করপোরেশনের অন্তত সাতটি ময়লার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। 

বিকেল ৪টায় আরামবাগ ও ফকিরাপুল এলাকায় দেখা যায়, পল্টন থেকে আরামবাগের দিকে চলে আসা বিএনপির নেতা–কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও ককটেল ছুড়ছে। আর পুলিশ তাঁদের প্রতিহত করতে টিআর শেল ও রাবার বুলেট ছুড়ছে। বিএনপির নেতা–কর্মীদের কমলাপুরের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। 

আরামবাগ, ফকিরাপুল এলাকায় বিএনপি নেতা–কর্মীদের দেওয়া আগুন নেভাতে জলকামান ব্যবহার করতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত