ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৩ আসনে পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে দুর্গাপুর ওমেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আজিজ শেখ (৩০)। গুরুতর অবস্থায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে ওমেদিয়া বাজারে এ কে আজাদের ইগল প্রতীকের পোস্টার লাগানোর সময় রুহুল ও টিপুর নেতৃত্বে চার-পাঁচ যুবক আজিজ শেখের ওপর হামলা করে। তারা সেখানে ইগলের কোনো পোস্টার লাগানো যাবে না বলে হুমকি দেয় এবং পিটিয়ে তাঁর এক পা ভেঙে দেয়। তা ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে টহল পুলিশের দুটি দল ঘটনাস্থল ওমেদিয়া বাজারে অবস্থান করছে। এর আগে একই বাজারে শহিদের চায়ের দোকানসংলগ্ন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের ইগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে তালা লাগিয়ে দেয় নৌকার সমর্থকেরা।
আহত আজিজের ভাই মো. মাসুদ শেখ বলেন, ‘আমার ভাই ইগল মার্কার পোস্টার টানাতে গেছে। এ সময় স্থানীয় দুর্গাপুরের রুবেল এবং টিপু লাঠি দিয়ে আঘাত করে। তাতে আমার ভাই রাস্তায় পড়ে গেলে আরও চার-পাঁচজনে মিলে তাকে পেটাতে থাকে। আর বলে, আর করবি আজাদের নির্বাচন? তারা এ সময় আমার ভাইয়ের মাথায় দা দিয়ে একটি কোপ মেরে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে খবর দেয় এবং আজিজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলেছে ডাক্তার। আমরা থানায় মামলা করব।’
তবে এ বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দুপুরে ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে ইগল মার্কার পোস্টার লাগানোর সময় নৌকার সমর্থকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইগল মার্কার সমর্থক একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’
সালাউদ্দিন আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে যেই হোক, আইনশৃঙ্খলার অবনতিকারীদের ছাড় দেওয়া হবে না।’
ফরিদপুর-৩ আসনে পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে দুর্গাপুর ওমেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আজিজ শেখ (৩০)। গুরুতর অবস্থায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে ওমেদিয়া বাজারে এ কে আজাদের ইগল প্রতীকের পোস্টার লাগানোর সময় রুহুল ও টিপুর নেতৃত্বে চার-পাঁচ যুবক আজিজ শেখের ওপর হামলা করে। তারা সেখানে ইগলের কোনো পোস্টার লাগানো যাবে না বলে হুমকি দেয় এবং পিটিয়ে তাঁর এক পা ভেঙে দেয়। তা ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে টহল পুলিশের দুটি দল ঘটনাস্থল ওমেদিয়া বাজারে অবস্থান করছে। এর আগে একই বাজারে শহিদের চায়ের দোকানসংলগ্ন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের ইগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে তালা লাগিয়ে দেয় নৌকার সমর্থকেরা।
আহত আজিজের ভাই মো. মাসুদ শেখ বলেন, ‘আমার ভাই ইগল মার্কার পোস্টার টানাতে গেছে। এ সময় স্থানীয় দুর্গাপুরের রুবেল এবং টিপু লাঠি দিয়ে আঘাত করে। তাতে আমার ভাই রাস্তায় পড়ে গেলে আরও চার-পাঁচজনে মিলে তাকে পেটাতে থাকে। আর বলে, আর করবি আজাদের নির্বাচন? তারা এ সময় আমার ভাইয়ের মাথায় দা দিয়ে একটি কোপ মেরে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে খবর দেয় এবং আজিজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলেছে ডাক্তার। আমরা থানায় মামলা করব।’
তবে এ বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দুপুরে ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে ইগল মার্কার পোস্টার লাগানোর সময় নৌকার সমর্থকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইগল মার্কার সমর্থক একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’
সালাউদ্দিন আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে যেই হোক, আইনশৃঙ্খলার অবনতিকারীদের ছাড় দেওয়া হবে না।’
সাতক্ষীরায় মরা গরু জবাই করে খুলনায় নিয়ে যাওয়ার সময় এক ব্যবসায়ী এবং এক ট্রাকচালককে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এই
১ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সকালে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
২১ মিনিট আগেনওগাঁর মান্দায় সৎমায়ের নির্যাতন সইতে না পেরে আফরিন আক্তার রিভা (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে প্ররোচনার মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে মান্দা থানায় মামলাটি করেন মারা যাওয়া স্কুলছাত্রীর মা রুমালি আক্তার।
২৯ মিনিট আগেদেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। এই দলের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।
৩৮ মিনিট আগে