Ajker Patrika

পণ্য সরবরাহের আড়ালে ক্রেতার ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেল, ‘ডেলিভারিম্যান’ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৮
পণ্য সরবরাহের আড়ালে ক্রেতার ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেল, ‘ডেলিভারিম্যান’ গ্রেপ্তার

হয়রানি ছাড়া অনলাইনে পণ্য পাওয়ার সুবিধা করে দেওয়া নামে ক্রেতার গুগল ফটোজে নিজের মেইল যুক্ত করে ব্যক্তিগত ছবি হাতিয়ে নিতেন এক অনলাইন ডেলিভারিম্যান। এরপর সেই ছবি ওই ক্রেতাকে পাঠিয়ে, টাকাসহ বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতেন তিনি। গতকাল শুক্রবার এমন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অনলাইন পণ্যের ডেলিভারিম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুরের জয়দেবপুরের রথখোলা এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ। 

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মিজানুর রহমান ওরফে আল-আমিন (২২)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার চরগাঁওকোড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর সদর থানাধীন রথখোলা এলাকায় একটি বাসার ভাড়া থাকতেন। 

উপপুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ জানান, গাজীপুর মহানগরীর একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী গত ৫ ফেব্রুয়ারি অনলাইনে একটি ম্যাজিক বক্স অর্ডার করেন। পরে সেই পণ্য ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারিম্যান কয়েকবার তাঁকে কল করেন। অবশেষে পণ্যটি হাতে পান ওই ভুক্তভোগী ওই তরুণী। ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারিম্যান ওই তরুণীকে জানান যে তিনি (ভুক্তভোগী) যদি গুগলে তার লোকেশন যুক্ত করে রাখেন, তাহলে ভবিষ্যতে অনলাইনে পণ্য ডেলিভারির ক্ষেত্রে আর এতবার কল দেওয়ার প্রয়োজন হবে না। লোকেশন অনুযায়ী ডেলিভারিম্যান পৌঁছে যেতে পারবে। এ কথায় আশ্বস্ত হয়ে ওই তরুণী ওই ডেলিভারিম্যানের হাতে তার মোবাইলটি দেন। এ সময় ওই ডেলিভারিম্যান ভুক্তভোগীর গুগল ফটো শেয়ারিং অপশনে ঢুকে নিজের জিমেইল যুক্ত করে দেন। যার মাধ্যমে ওই তরুণীর ব্যক্তিগত ছবি নিজের মেইল অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 

রেজওয়ান আহমেদ আরও জানান, এ ঘটনার কয়েক দিন পর ওই ডেলিভারিম্যান মিজান ফোন করে ভুক্তভোগীর ব্যক্তিগত গোপনীয় ও আপত্তিকর কিছু ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে সেসব ছবি ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। এ ঘটনার পর থেকে লোকলজ্জার ভয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী। একপর্যায়ে বিষয়টি পরিবারকে জানালে তারাও গত এক সপ্তাহ যাবৎ দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন। পরে নিরুপায় অবস্থা থেকে বাঁচার আশায় ভুক্তভোগীর বাবা গতকাল (শুক্রবার) গাজীপুর মহানগর পুলিশের সদর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। 
 
উপপুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ জানান, গ্রেপ্তারের পর আসামির ব্যবহৃত মোবাইলটি যাচাই-বাছাই করে অনেক নারীর আপত্তিকর, গোপন মুহূর্তের ছবিসহ বিভিন্ন ব্যক্তির ১১টি ইমেইল আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। যাদের আইডি লগইন অবস্থায় পাওয়া গেছে তাদের বিস্তারিত নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। 
 
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘মিজানসহ একটি চক্র অভিনব কায়দায় নারীর আপত্তিকর, গোপন মুহূর্তের ছবিসহ সংগ্রহ করে ব্ল্যাকমেল করাসহ টাকা চাইত এবং টাকা না দিলেই নেটে ছেড়ে দেওয়ার হুমকি দিত।’ 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিজানের স্বীকারোক্তির বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘দারাজ অনলাইন শপে নারী ও উঠতি বয়সী মেয়েদের টার্গেট করে মূলত অনলাইনে পণ্য অর্ডার দেওয়ার পরে ডেলিভারির সময় উক্ত ডেলিভারিম্যান ক্রেতার গুগল লোকেশনে ঠিকানা যুক্ত করে দেওয়ার কথা বলে কৌশলে ক্রেতার মোবাইলটি হাতে নিত। তারপর ক্রেতার মোবাইলের গুগল ফটোতে ঢুকে শেয়ারিং অপশনে গিয়ে শেয়ার উইথ পার্টনার হিসেবে নিজের ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট যুক্ত করে মোবাইলটি ক্রেতাকে ফেরত দিয়ে দিত। কাজটি সম্পন্ন করতে সময় নিত ১-২ মিনিট। পরবর্তীতে ডেলিভারিম্যান তাঁর সুবিধামতো সময়ে মোবাইলের গুগল ফটোতে ঢুকে শেয়ারকৃত নারী ক্রেতার গুগলে থাকা সকল ছবি তাঁর মোবাইলে ডাউনলোড করে নিয়ে নিত। এভাবেই ডেলিভারিম্যান ভুক্তভোগীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল।’ 

এ বিষয়ে জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। আজ শনিবার গ্রেপ্তারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, ওই আসামির বিরুদ্ধে জামালপুরে একটি হত্যা মামলাও রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত