Ajker Patrika

কালীগঞ্জের সাবেক পৌর মেয়র রাজধানী থেকে গ্রেপ্তার 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৭: ৫২
কালীগঞ্জের সাবেক পৌর মেয়র রাজধানী থেকে গ্রেপ্তার 

গাজীপুর কালীগঞ্জের সাবেক পৌর মেয়র ও আ. লীগের সভাপতি এস এম রবীন হোসেনকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে বসুন্ধরা আবাসিক এলাকার ম্যাগপাই রেস্টুরেন্ট থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। 

এস এম রবীন হোসেন পৌরসভার মুনশুরপুর এলাকার মৃত বারেকের ছেলে। তিনি কালীগঞ্জ থানার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 

জানা গেছে, এস এম রবিন হোসেন তিন বছর ধরে পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। ছাত্র–জনতার উত্থানের পর তিনি তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে সরকারি নির্দেশনায় অপসারিত হন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন। 

রবিন হোসেন মেয়র নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জে নিজের বাড়িতে না থেকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। ছাত্র-জনতার আন্দোলন প্রকট হতে থাকলে গত ৪ আগস্ট তাকে শেষবারের মতো কালীগঞ্জে দেখা যায়। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রবীন হোসেন ভাটারা থানায় গ্রেপ্তার হয়েছেন। ওই থানার সঙ্গে যোগাযোগ করলে তারা জানান সেখান থেকে এই সাবেক মেয়রকে গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত