অনলাইন ডেস্ক
গভীর রাতে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানো হয়েছে। এসময় তাঁর বাসার জিনিসপত্র তছনছ করা হয়। আড়াই ঘণ্টা পর ২০-২৫ জনের দলটি জিনিসপত্র ভরা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগ হাতে বেরিয়ে যান বলে নিরাপত্তাকর্মীর অভিযোগ।
তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, অস্ত্র থাকতে পারে— এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। তবে কোনো কিছুই পাওয়া যায়নি। ওই বাসা থেকে আনাও হয়নি।
গত ২৫ আগস্ট গোলাম দস্তগীরকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওইসব মামলায় রিমান্ড শেষে তিনি কারাগারে রয়েছেন।
এর মধ্যে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোলাম দস্তগীরের রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় তল্লাশি চালায় ডিবি। তবে ডিবির কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাননি। ওই বাসায় ডিবির অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
তিনি বলেন, ‘গোলাম দস্তগীর গাজীর বাসায় অভিযানে গিয়েছিল ডিবি পুলিশ। তবে কেন সেখানে অভিযান চালানো হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।’
ওই বাড়ির নিরাপত্তাকর্মী ও প্রতিবেশীরা জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনটি মাইক্রোবাসে করে সাদা পোশাকে ২০ থেকে ২৫ জন লোক আসেন। তাদের মধ্যে কয়েকজনের গায়ে ডিবির জ্যাকেট ছিল। তারা নিরাপত্তাকর্মীকে বাসার গেইট খুলতে বললে, তিনি গেইট খুলতে অপরগতা প্রকাশ করেন। পরে তাঁরা তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। বিভিন্ন আলমিরা ও ওয়াল কেবিনেট খুলে তারা তল্লাশি চালায়। তাঁরা বাসার জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে তনছন করেন।
বাড়িটির নিরাপত্তাকর্মী আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গেট খুলতে দেরি হওয়ায় এক ব্যক্তি দেয়াল টপকে ভেতরে ঢুকে গেইটের তালা ভেঙে ফেলেন। তারপর সবাই ভেতরে প্রবেশ করেন। তারা নিজেদের ডিবি পরিচয় দিয়েছিলেন বলেও তিনি জানান।
তিনি আরো বলেন ‘প্রায় আড়াই ঘণ্টা পর ওই ব্যক্তিরা বের হয়ে যান। তাঁরা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগে ভরে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যান।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বাসায় অবৈধ অস্ত্র আছে— এমন গোপন তথ্য ছিল ডিবির কাছে। তাই রাতে অভিযান চালানো হয়। তল্লাশি শেষে নিরাপত্তাকর্মীকে বিষয়টি জানিয়ে আসা হয়। রমনা থানা পুলিশও ডিবির সঙ্গে ছিল। ওই বাসায় কিছু পাওয়া যায়নি, কিছু আনাও হয়নি।’
গভীর রাতে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানো হয়েছে। এসময় তাঁর বাসার জিনিসপত্র তছনছ করা হয়। আড়াই ঘণ্টা পর ২০-২৫ জনের দলটি জিনিসপত্র ভরা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগ হাতে বেরিয়ে যান বলে নিরাপত্তাকর্মীর অভিযোগ।
তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, অস্ত্র থাকতে পারে— এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। তবে কোনো কিছুই পাওয়া যায়নি। ওই বাসা থেকে আনাও হয়নি।
গত ২৫ আগস্ট গোলাম দস্তগীরকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওইসব মামলায় রিমান্ড শেষে তিনি কারাগারে রয়েছেন।
এর মধ্যে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোলাম দস্তগীরের রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় তল্লাশি চালায় ডিবি। তবে ডিবির কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাননি। ওই বাসায় ডিবির অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
তিনি বলেন, ‘গোলাম দস্তগীর গাজীর বাসায় অভিযানে গিয়েছিল ডিবি পুলিশ। তবে কেন সেখানে অভিযান চালানো হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।’
ওই বাড়ির নিরাপত্তাকর্মী ও প্রতিবেশীরা জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনটি মাইক্রোবাসে করে সাদা পোশাকে ২০ থেকে ২৫ জন লোক আসেন। তাদের মধ্যে কয়েকজনের গায়ে ডিবির জ্যাকেট ছিল। তারা নিরাপত্তাকর্মীকে বাসার গেইট খুলতে বললে, তিনি গেইট খুলতে অপরগতা প্রকাশ করেন। পরে তাঁরা তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। বিভিন্ন আলমিরা ও ওয়াল কেবিনেট খুলে তারা তল্লাশি চালায়। তাঁরা বাসার জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে তনছন করেন।
বাড়িটির নিরাপত্তাকর্মী আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গেট খুলতে দেরি হওয়ায় এক ব্যক্তি দেয়াল টপকে ভেতরে ঢুকে গেইটের তালা ভেঙে ফেলেন। তারপর সবাই ভেতরে প্রবেশ করেন। তারা নিজেদের ডিবি পরিচয় দিয়েছিলেন বলেও তিনি জানান।
তিনি আরো বলেন ‘প্রায় আড়াই ঘণ্টা পর ওই ব্যক্তিরা বের হয়ে যান। তাঁরা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগে ভরে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যান।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বাসায় অবৈধ অস্ত্র আছে— এমন গোপন তথ্য ছিল ডিবির কাছে। তাই রাতে অভিযান চালানো হয়। তল্লাশি শেষে নিরাপত্তাকর্মীকে বিষয়টি জানিয়ে আসা হয়। রমনা থানা পুলিশও ডিবির সঙ্গে ছিল। ওই বাসায় কিছু পাওয়া যায়নি, কিছু আনাও হয়নি।’
বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক নীতির প্রতিবাদ ও আবাসন ভাতা, হল নির্মাণসহ চার দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তালা দেন তারা।
২২ মিনিট আগেসিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিওপ্যাথির দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে একজন চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা মারা যান।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে ভাঙা স্থান দিয়ে সব ট্রেন ধীর গতিতে চলাচল করছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনে ফাটল দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।
২ ঘণ্টা আগেরাজধানীর হাতিরপুল থেকে শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টার দিকে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড় পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে