আজকের পত্রিকা ডেস্ক
গভীর রাতে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানো হয়েছে। এসময় তাঁর বাসার জিনিসপত্র তছনছ করা হয়। আড়াই ঘণ্টা পর ২০-২৫ জনের দলটি জিনিসপত্র ভরা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগ হাতে বেরিয়ে যান বলে নিরাপত্তাকর্মীর অভিযোগ।
তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, অস্ত্র থাকতে পারে— এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। তবে কোনো কিছুই পাওয়া যায়নি। ওই বাসা থেকে আনাও হয়নি।
গত ২৫ আগস্ট গোলাম দস্তগীরকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওইসব মামলায় রিমান্ড শেষে তিনি কারাগারে রয়েছেন।
এর মধ্যে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোলাম দস্তগীরের রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় তল্লাশি চালায় ডিবি। তবে ডিবির কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাননি। ওই বাসায় ডিবির অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
তিনি বলেন, ‘গোলাম দস্তগীর গাজীর বাসায় অভিযানে গিয়েছিল ডিবি পুলিশ। তবে কেন সেখানে অভিযান চালানো হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।’
ওই বাড়ির নিরাপত্তাকর্মী ও প্রতিবেশীরা জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনটি মাইক্রোবাসে করে সাদা পোশাকে ২০ থেকে ২৫ জন লোক আসেন। তাদের মধ্যে কয়েকজনের গায়ে ডিবির জ্যাকেট ছিল। তারা নিরাপত্তাকর্মীকে বাসার গেইট খুলতে বললে, তিনি গেইট খুলতে অপরগতা প্রকাশ করেন। পরে তাঁরা তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। বিভিন্ন আলমিরা ও ওয়াল কেবিনেট খুলে তারা তল্লাশি চালায়। তাঁরা বাসার জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে তনছন করেন।
বাড়িটির নিরাপত্তাকর্মী আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গেট খুলতে দেরি হওয়ায় এক ব্যক্তি দেয়াল টপকে ভেতরে ঢুকে গেইটের তালা ভেঙে ফেলেন। তারপর সবাই ভেতরে প্রবেশ করেন। তারা নিজেদের ডিবি পরিচয় দিয়েছিলেন বলেও তিনি জানান।
তিনি আরো বলেন ‘প্রায় আড়াই ঘণ্টা পর ওই ব্যক্তিরা বের হয়ে যান। তাঁরা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগে ভরে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যান।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বাসায় অবৈধ অস্ত্র আছে— এমন গোপন তথ্য ছিল ডিবির কাছে। তাই রাতে অভিযান চালানো হয়। তল্লাশি শেষে নিরাপত্তাকর্মীকে বিষয়টি জানিয়ে আসা হয়। রমনা থানা পুলিশও ডিবির সঙ্গে ছিল। ওই বাসায় কিছু পাওয়া যায়নি, কিছু আনাও হয়নি।’
গভীর রাতে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানো হয়েছে। এসময় তাঁর বাসার জিনিসপত্র তছনছ করা হয়। আড়াই ঘণ্টা পর ২০-২৫ জনের দলটি জিনিসপত্র ভরা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগ হাতে বেরিয়ে যান বলে নিরাপত্তাকর্মীর অভিযোগ।
তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, অস্ত্র থাকতে পারে— এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। তবে কোনো কিছুই পাওয়া যায়নি। ওই বাসা থেকে আনাও হয়নি।
গত ২৫ আগস্ট গোলাম দস্তগীরকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওইসব মামলায় রিমান্ড শেষে তিনি কারাগারে রয়েছেন।
এর মধ্যে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোলাম দস্তগীরের রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় তল্লাশি চালায় ডিবি। তবে ডিবির কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাননি। ওই বাসায় ডিবির অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
তিনি বলেন, ‘গোলাম দস্তগীর গাজীর বাসায় অভিযানে গিয়েছিল ডিবি পুলিশ। তবে কেন সেখানে অভিযান চালানো হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।’
ওই বাড়ির নিরাপত্তাকর্মী ও প্রতিবেশীরা জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনটি মাইক্রোবাসে করে সাদা পোশাকে ২০ থেকে ২৫ জন লোক আসেন। তাদের মধ্যে কয়েকজনের গায়ে ডিবির জ্যাকেট ছিল। তারা নিরাপত্তাকর্মীকে বাসার গেইট খুলতে বললে, তিনি গেইট খুলতে অপরগতা প্রকাশ করেন। পরে তাঁরা তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। বিভিন্ন আলমিরা ও ওয়াল কেবিনেট খুলে তারা তল্লাশি চালায়। তাঁরা বাসার জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে তনছন করেন।
বাড়িটির নিরাপত্তাকর্মী আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গেট খুলতে দেরি হওয়ায় এক ব্যক্তি দেয়াল টপকে ভেতরে ঢুকে গেইটের তালা ভেঙে ফেলেন। তারপর সবাই ভেতরে প্রবেশ করেন। তারা নিজেদের ডিবি পরিচয় দিয়েছিলেন বলেও তিনি জানান।
তিনি আরো বলেন ‘প্রায় আড়াই ঘণ্টা পর ওই ব্যক্তিরা বের হয়ে যান। তাঁরা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগে ভরে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যান।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বাসায় অবৈধ অস্ত্র আছে— এমন গোপন তথ্য ছিল ডিবির কাছে। তাই রাতে অভিযান চালানো হয়। তল্লাশি শেষে নিরাপত্তাকর্মীকে বিষয়টি জানিয়ে আসা হয়। রমনা থানা পুলিশও ডিবির সঙ্গে ছিল। ওই বাসায় কিছু পাওয়া যায়নি, কিছু আনাও হয়নি।’
ট্রাফিক সূত্রে জানা যায়, রাজধানীর দিকে যাওয়ার সময় রাইদা পরিবহনের একটি বাস (নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৯৪০৭) দ্রুতগতিতে অন্যান্য যানবাহনকে পেছনে ফেলে বাঁ পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করে।
৮ মিনিট আগেকুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছেন পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা...
৩২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে এক পাষণ্ড ছেলের বিরুদ্ধে কৌশলে ২২ শতক জমি লিখে নিয়ে মা-বাবাকে নির্মমভাবে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ৬ অক্টোবর রাতে ছেলে ও পুত্রবধূর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রবীণ দম্পতি ১০ দিন ধরে নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে।
৩৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অন্তত ৭০ শতাংশ ভোটার ভোট দেবেন বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে