Ajker Patrika

ঘিওরে রিকশার ধাক্কায় পথচারী নিহত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৫: ১৬
ঘিওরে রিকশার ধাক্কায় পথচারী নিহত

মানিকগঞ্জের ঘিওরে রিকশার ধাক্কায় মো. জালাল উদ্দিন (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জালাল মিয়া সকালে প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন।

জানা যায়, নিহত জালাল উদ্দিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অবসরপ্রাপ্ত একজন কর্মচারী ছিলেন। তিনি চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহত জালাল মিয়ার ছোট ছেলে আ. মজিদ জানান, বাবা প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে প্রাতর্ভ্রমণে বের হলে সকাল ৭টার দিকে বাড়ির অদূরে একই এলাকার রিকশাচালক আব্দুল মাজেদ আরেকটি রিকশাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। পরে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত