Ajker Patrika

নির্জন চরে শেয়ালে টানছিল নারীর ধড়

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
Thumbnail image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও পাবনা জেলার সুজানগর উপজেলার মাঝামাঝি পদ্মার চর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হেনা পার্ক থেকে স্থানীয় কয়েকজন পদ্মার চরে ঘুরতে যায়। এ সময় পাংশা উপজেলার শেষ প্রান্তে পদ্মার নদীর চরে কয়েকটি শিয়ালকে কিছু একটা টানাটানি করতে দেখেন তাঁরা। কাছে এগিয়ে দেখেন ৪০–৪৫ বছর বয়সের এক নারীর মরদেহ টানাটানি করছে। এ সময় তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে পুলিশকে খবর দেয়। 

স্থানীয় রাকিব জানান, তাঁরা ৪–৫ জন পদ্মার চরে ঘুরতে গিয়ে অর্ধগলিত অবস্থায় একজন নারীর মরদেহ শিয়ালকে টানাটানি করতে দেখেন। পরে ৯৯৯–এ ফোন করে পুলিশকে খবর দেয়। 

এ বিষয়ে পাংশা মডেল থানার বাহাদুরপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পাই। পাবনা নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। নৌ-পুলিশ ঘটনাস্থলে আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

এসআই আরও বলেন, মরদেহটি নারীর। তাঁর আনুমানিক বয়স ৪০–৪৫ বছর। তাঁর গায়ে একটি সোয়েটার রয়েছে। এক হাতে একটি চুরিও আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত