Ajker Patrika

ভেসে আসা গাছ দেখতে ভিড়

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৯: ৩৭
ভেসে আসা গাছ দেখতে ভিড়

ঘিওরে পানিতে ভেসে এলো বিশাল আকৃতির কড়ই গাছ। উপজেলা সদরের গরু হাঁটা এলাকায় সেতুর পিলারে আটকে পড়া এই গাছ দেখতে জমেছে উৎসুক মানুষের ভিড়।

স্থানীয়রা জানান, গত শনিবার দিবাগত রাতে প্রবল বৃষ্টির কারণে উজান থেকে একটি বিশাল আকৃতির কড়ই গাছ ভেসে এসে কুস্তা ইছামতী নদীর শাখার ওপর নির্মিত ঘিওর গরু হাট নামক সেতুর পিলারের সঙ্গে আটকা পড়ে। তবে কোথায় থেকে কীভাবে গাছটি ভেসে এসেছে তা কেউ বলতে পারেনি।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, প্রবল খরস্রোতা কুস্তা খালের (ইছামতীর শাখা) পশ্চিমাঞ্চল থেকে রাতে এই বিশাল আকৃতির গাছটি এসে আটকে পড়লে এলাকার লোকজন নিজ নিজ উদ্যোগে জ্বালানি সংগ্রহ করতে গাছটি কাটতে শুরু করেন। এ সময় বেশ কয়েকজনের যৌথ উদ্যোগে সেতুর পিলারের ঝুঁকি কমাতে রোববার সকাল থেকে করাত কুড়াল নিয়ে গাছটি কাটতে শুরু করে।

এলাকার অনেকেই ডালপালাসহ গাছের কিছু অংশ কেটে নিয়ে গেছে। তাদের দাবি, তারা সেতুর ঝুঁকি কমাতে যৌথ উদ্যোগে গাছটি অপসারণের কাজ করছেন।

ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, ‘যেভাবে গাছটি সেতুর পিলারের সঙ্গে আটকা পড়েছে তাতে পানির প্রবল স্রোতোধারার গতিবেগের কারণে সেতুটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।’

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহাব্বত খান বলেন, ‘থানায় কেউ অভিযোগ করেনি। গাছের কোনো দাবিদার এখনো পাওয়া যায়নি। অভিযোগ কিংবা দাবিদার পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত