গাজীপুর প্রতিনিধি
সরকার ও রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে গাজীপুরে জামায়াতে ইসলামীর ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান।
জাকির হাসান জানান, গত ৩০ জুলাই সকালে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ এ বিষয়ে পলাতক আসামি মহানগরীর গাছা থানা জামায়াতের আমির আব্দুল মোতালিব, সেক্রেটারি আফজাল হোসাইনসহ ৯ জনের নাম উল্লেখসহ এজাহারনামীয় ৩০ জন এবং অজ্ঞাতনামা ২০০-২২০ জনকে আসামি করে মামলা করা হয়।
একইভাবে পরের দিন ৩১ জুলাই রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে জামায়াত আরও একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করে। আগের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সতর্ক থাকায় মিছিলে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামায়াতের আট নেতা-কর্মীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মহানগরীর গাছা থানা জামায়াতের আমির আব্দুল মোতালিব (৬০), সেক্রেটারি আফজাল হোসাইন (৫৭), মহানগরীর ৪৩ নং ওয়ার্ডের সভাপতি শামিম আল মামুন (৫২), মহানগরীর ৫৪ নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন (৩৮), জামায়াতের কর্মী আশরাফুল আলম রাজু (৪৩), মো. আব্দুস সালাম (৩২), মো. জাকারিয়া খান (৪৮) ও মো. আতিকুর রহমান (৪৫)।
পরে পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে মহানগরীর গাছা থানায় মামলা করে। গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর নেতা-কর্মীরা হলেন মহানগরীর টঙ্গী পূর্ব থানা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম (৫০), ৪৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আবু সুফিয়ান (৩২), গাজীপুর মহানগরীর রোকন মো. রহমতুল্লাহ (৫১), সংগঠক ইমরান (২৯), তামিরুল মিল্লাতের বিজ্ঞানের শিক্ষক মো. আশরাফুল আলম (৪৬), একই প্রতিষ্ঠানের শিক্ষক মো. সিরাজুল ইসলাম (৪৬), মহানগর জামায়াতের রুকন সানাউল্লাহ (৫০), কর্মী আব্দুল্লাহ (৪৫) এবং নাজমুল হক (৪৫)।
গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান।
সরকার ও রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে গাজীপুরে জামায়াতে ইসলামীর ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান।
জাকির হাসান জানান, গত ৩০ জুলাই সকালে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ এ বিষয়ে পলাতক আসামি মহানগরীর গাছা থানা জামায়াতের আমির আব্দুল মোতালিব, সেক্রেটারি আফজাল হোসাইনসহ ৯ জনের নাম উল্লেখসহ এজাহারনামীয় ৩০ জন এবং অজ্ঞাতনামা ২০০-২২০ জনকে আসামি করে মামলা করা হয়।
একইভাবে পরের দিন ৩১ জুলাই রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে জামায়াত আরও একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করে। আগের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সতর্ক থাকায় মিছিলে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামায়াতের আট নেতা-কর্মীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মহানগরীর গাছা থানা জামায়াতের আমির আব্দুল মোতালিব (৬০), সেক্রেটারি আফজাল হোসাইন (৫৭), মহানগরীর ৪৩ নং ওয়ার্ডের সভাপতি শামিম আল মামুন (৫২), মহানগরীর ৫৪ নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন (৩৮), জামায়াতের কর্মী আশরাফুল আলম রাজু (৪৩), মো. আব্দুস সালাম (৩২), মো. জাকারিয়া খান (৪৮) ও মো. আতিকুর রহমান (৪৫)।
পরে পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে মহানগরীর গাছা থানায় মামলা করে। গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর নেতা-কর্মীরা হলেন মহানগরীর টঙ্গী পূর্ব থানা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম (৫০), ৪৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আবু সুফিয়ান (৩২), গাজীপুর মহানগরীর রোকন মো. রহমতুল্লাহ (৫১), সংগঠক ইমরান (২৯), তামিরুল মিল্লাতের বিজ্ঞানের শিক্ষক মো. আশরাফুল আলম (৪৬), একই প্রতিষ্ঠানের শিক্ষক মো. সিরাজুল ইসলাম (৪৬), মহানগর জামায়াতের রুকন সানাউল্লাহ (৫০), কর্মী আব্দুল্লাহ (৪৫) এবং নাজমুল হক (৪৫)।
গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক দিনে পেঁয়াজবাহী ৬১টি ট্রাক ভারত থেকে বাংলাদেশে এসেছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬১টি ট্রাকে ১ হাজার ৭৪০ টন পেঁয়াজ আমদানির খবর নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
৩ মিনিট আগে১৮ বছরের আইনি লড়াইয়ের পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুই নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
৫ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে এক শিক্ষিকার গোপন ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে আবুল খায়ের (৩৮) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
৭ মিনিট আগেদিনাজপুরের ১০ মাইল এলাকায় ব্যাটারিচালিত যানবাহন ও থ্রি-হুইলার চালকদের ওপর নির্যাতন, হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। পুলিশ প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
১৫ মিনিট আগে