Ajker Patrika

বালিয়াকান্দিতে পাটখেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৫: ৪৬
বালিয়াকান্দিতে পাটখেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটখেত থেকে ইয়ামিন (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের পাটখেতে মরদেহটি দেখে পরিবারের লোকজনকে জানালে তাঁরা থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

ইয়ামিন গোসাই গোবিন্দপুর গ্রামের মো. নাসির শেখের ছেলে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে মসজিদের মাইকে শিশু নিখোঁজের ঘোষণা শুনে তাদের ঘুম ভেঙে যায়। গ্রামবাসী তখনই চারপাশ ঘিরে ফেলে। সকালে পাশের একটি পাটখেতে তাঁর উলঙ্গ মরদেহ দেখতে পাওয়া যায়।

শিশু ইয়ামিনের দাদা মহিদ শেখ বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় ইয়ামিনকে নিয়ে ওর ফুফুর বাড়ি বেড়াতে যাই। সেখানে রাতের খাবার শেষ করে বাড়ি ফিরে আসি। রাত ১১টার দিকে সবাই ঘুমিয়ে পড়ি। ইয়ামিন আমাদের কাছেই ঘরের বারান্দার ছোট রুমে ছিল রাতে। এটার কোনো দরজা নেই। রাতে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। রাত ৩টার দিকে ইয়ামিনের দাদি ওকে দেখতে না পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেয়। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন।’

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, শিশুটিাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত