মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কে বিকল একটি প্রাইভেট কার মেরামতের সময় এটিকে একটি মাইক্রোবাস ও একটি বাস ধাক্কা দিয়েছে। এতে কারের চালক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
উপজেলার ষোলঘর ইউনিয়নের পাকিরাপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শেখ ইবনে হিরো (৩৬)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের প্রয়াত সুরুজ শেখের ছেলে। আহতদের একজন প্রাইভেট কারের আরোহী এবং অপর দুজন মাইক্রোবাসের যাত্রী।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, রাতে প্রাইভেট কারে করে কয়েকজন ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি পাকিরাপাড়ায় এসে চাকা নষ্ট হয়ে যায়। পরে সেখানে চাকা ঠিক করছিলেন চালক হিরো। পাশাপাশি পেছন থেকে আসা যানবাহনকে সতর্ক করতে সংকেতও দিচ্ছিলেন। কিন্তু তা অমান্য করে দ্রুতগতির একটি মাইক্রোবাস এসে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এরপর একই সময়ে মাইক্রোবাসটিকে পেছন থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হিরোকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজিয়া মাহবুব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান। পরে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ মৃতদেহ নিয়ে যায়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কে বিকল একটি প্রাইভেট কার মেরামতের সময় এটিকে একটি মাইক্রোবাস ও একটি বাস ধাক্কা দিয়েছে। এতে কারের চালক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
উপজেলার ষোলঘর ইউনিয়নের পাকিরাপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শেখ ইবনে হিরো (৩৬)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের প্রয়াত সুরুজ শেখের ছেলে। আহতদের একজন প্রাইভেট কারের আরোহী এবং অপর দুজন মাইক্রোবাসের যাত্রী।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, রাতে প্রাইভেট কারে করে কয়েকজন ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি পাকিরাপাড়ায় এসে চাকা নষ্ট হয়ে যায়। পরে সেখানে চাকা ঠিক করছিলেন চালক হিরো। পাশাপাশি পেছন থেকে আসা যানবাহনকে সতর্ক করতে সংকেতও দিচ্ছিলেন। কিন্তু তা অমান্য করে দ্রুতগতির একটি মাইক্রোবাস এসে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এরপর একই সময়ে মাইক্রোবাসটিকে পেছন থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হিরোকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজিয়া মাহবুব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান। পরে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ মৃতদেহ নিয়ে যায়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) সকালে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এই চোরাই পণ্য জব্দ করা হয়।
১ মিনিট আগেময়মনসিংহের ফুলপুরে বেদর-ভাবির সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
৪ মিনিট আগেঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাতনামা (৬০) এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। চলন্ত ট্রেনের নিচে পড়ে তাঁর শরীর দুই খণ্ড হয়ে যায়।
১ ঘণ্টা আগেগেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে, আগুন পুরোপুরি নেভেনি। পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
২ ঘণ্টা আগে