Ajker Patrika

তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ৯ জুলাই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৮: ৫০
তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ৯ জুলাই 

সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে তারেক মাসুদের পরিবারের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুধবার মামলাটি কার্যতালিকায় ছিল। আমরা দৃষ্টি আকর্ষণ করলে আদালত বলেছেন আগামী মঙ্গলবার আসবে।’ 

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। 

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের সদস্যরা মানিকগঞ্জে মোটরযান অর্ডিন্যান্সের ১২৮ ধারায় বাস মালিক, চালক ও ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করেন।

পরবর্তীতে বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দুটি হাইকোর্টে আসে। এর মধ্যে তারেক মাসুদের পরিবারের করা মামলায় হাইকোর্ট তাঁর (তারেক মাসুদ) পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে রায় দেন। আর মিশুক মুনীরের পরিবারের পক্ষ থেকে করা ক্ষতিপূরণ মামলাটি হাইকোর্টে বিচারাধীন। 

২০১৭ সালের ৩ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া রায়ে বলা হয়, যারা এ দুর্ঘটনার জন্য দায়ী তাদের ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা দিতে হবে তারেক মাসুদের পরিবারকে। এরমধ্যে গাড়ির চালক দেবেন ৩০ লাখ, ইন্স্যুরেন্স মালিককে (রিলায়েন্স ইন্সুরেন্স) দিতে হবে ৮০ হাজার টাকা এবং বাদ বাকি টাকা দিবেন বাস মালিকেরা। এ টাকা দিতে হবে ছয় মাসের মধ্যে। রায়ের পর বাসমালিক ও বাদীপক্ষ ২০১৯ সালে আপিল বিভাগে পৃথক আপিল করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত