Ajker Patrika

রাজধানীতে রাতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে পেছন থেকে ছুরিকাঘাত

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে রাতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে পেছন থেকে ছুরিকাঘাত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন জনপথ মোড়ে আশরাফ আলী (৪৭) নামে এক পুলিশ সদস্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি ট্রাফিক ওয়ারী বিভাগে কর্মরত। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যাত্রাবাড়ী জনপথের মোড়ে ঘটনাটি ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে ওই পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনে কর্মরত। জনপদ মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। 

এসআই মাসুদ আহত পুলিশ সদস্যের বরাত দিয়ে জানান, রাতে দায়িত্ব পালনের সময় এক যুবক পেছন থেকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলাকারীর চেহারা দেখতে পারেননি। পরে সহকর্মীরা তাঁকে প্রথমে রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছেন। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, যাত্রাবাড়ী এলাকায় ডিউটিরত অবস্থায় ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় কাজ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত