নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন দফা দাবিতে রাজধানীর মৎস্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাৎস্যবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থী। আজ সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে তাঁদের দাবিনামা–সংবলিত একটি স্মারকলিপি জমা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দেশে বর্তমানে প্রায় ২১টি বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করানো হচ্ছে এবং প্রতিবছর এক হাজারের বেশি শিক্ষার্থী এ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করছেন। অথচ এই বিশালসংখ্যক ফিশারিজ গ্র্যাজুয়েটদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ নেই।
তাঁরা বলেন, বিশেষায়িত ডিগ্রি অর্জনের পরও অধিকাংশ ফিশারিজ গ্র্যাজুয়েটরা নিজ খাতে চাকরি না পেয়ে বাধ্য হচ্ছেন অন্যান্য সেক্টরের ১০ম থেকে ১৬তম গ্রেডের চাকরিতে যোগ দিতে। এর মূল কারণ, ২০১৫ সালে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত ৩৯৫টি ‘মৎস্য সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা’ পদসহ ৬৩৭টি স্থায়ী পদের অর্গানোগ্রাম আজও বাস্তবায়িত হয়নি।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. ২০১৫ সালে সৃজিত ৬৩৭টি স্থায়ী পদের অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন।
২. নিয়োগবিধিতে প্রয়োজনীয় সংশোধন।
৩. অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শুরু।
তিন দফা দাবিতে রাজধানীর মৎস্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাৎস্যবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থী। আজ সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে তাঁদের দাবিনামা–সংবলিত একটি স্মারকলিপি জমা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দেশে বর্তমানে প্রায় ২১টি বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করানো হচ্ছে এবং প্রতিবছর এক হাজারের বেশি শিক্ষার্থী এ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করছেন। অথচ এই বিশালসংখ্যক ফিশারিজ গ্র্যাজুয়েটদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ নেই।
তাঁরা বলেন, বিশেষায়িত ডিগ্রি অর্জনের পরও অধিকাংশ ফিশারিজ গ্র্যাজুয়েটরা নিজ খাতে চাকরি না পেয়ে বাধ্য হচ্ছেন অন্যান্য সেক্টরের ১০ম থেকে ১৬তম গ্রেডের চাকরিতে যোগ দিতে। এর মূল কারণ, ২০১৫ সালে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত ৩৯৫টি ‘মৎস্য সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা’ পদসহ ৬৩৭টি স্থায়ী পদের অর্গানোগ্রাম আজও বাস্তবায়িত হয়নি।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. ২০১৫ সালে সৃজিত ৬৩৭টি স্থায়ী পদের অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন।
২. নিয়োগবিধিতে প্রয়োজনীয় সংশোধন।
৩. অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শুরু।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গত এক বছরে বিধিবহির্ভূত নিয়োগ ও দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির আর্থিক বিষয় দেখভালের জন্য ইউজিসির একজন কর্মকর্তাকে দায়িত্ব
৫ মিনিট আগেঅপরাধীরা যেন কেউ ছাড় না পায়, সে জন্য তাদের কঠোরভাবে দমন করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুন-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে
৬ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী মারা যাওয়ার তিন ঘণ্টা পর স্বামীও মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। মারা যাওয়া দুজন হলেন উপজেলার রাউৎগাঁওয়ের ওয়ারিছ মিয়া ও তাঁর স্ত্রী রিনা বেগম। ওয়ারিছ রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসা ও রাউৎগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
৮ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে দিনদুপুরে নিজের ঘরে হাজি আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ থানার গোলদার বাড়ি নামের স্থানে একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। বাকেরগঞ্জ
৮ মিনিট আগে