মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকার মো. লোকমান হাওলাদারে মেয়ে লামিয়া আক্তার। কয়েক বছর আগে সাতক্ষীরার কালীগঞ্জের শ্যামনগর এলাকার সৌদি আরব প্রবাসী বেল্লাল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। স্বামী বিদেশে থাকায় লামিয়া বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন।
গতকাল বুধবার রাতে লামিয়া টয়লেটে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এ সময় বিষধর সাপ পায়ে কামড় দেয়। তাতে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে গেলেও সাপের দেখা পায়নি। পরে ঘুমানোর জন্য তিনি বিছানায় যান। এ সময় শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়।
পরিবারের লোকজন আজ বৃহস্পতিবার ভোরে লামিয়া আক্তারকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
লামিয়ার বাবা লোকমান হাওলাদার বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম ব্যাঙ কামড় দিয়েছে। পরে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে আজ ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আমার মেয়ে মারা গেল।’
এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাপের কামড়ে একজন নারী মারা গেছেন। ব্যাপারটি দুঃখজনক।
মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকার মো. লোকমান হাওলাদারে মেয়ে লামিয়া আক্তার। কয়েক বছর আগে সাতক্ষীরার কালীগঞ্জের শ্যামনগর এলাকার সৌদি আরব প্রবাসী বেল্লাল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। স্বামী বিদেশে থাকায় লামিয়া বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন।
গতকাল বুধবার রাতে লামিয়া টয়লেটে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এ সময় বিষধর সাপ পায়ে কামড় দেয়। তাতে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে গেলেও সাপের দেখা পায়নি। পরে ঘুমানোর জন্য তিনি বিছানায় যান। এ সময় শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়।
পরিবারের লোকজন আজ বৃহস্পতিবার ভোরে লামিয়া আক্তারকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
লামিয়ার বাবা লোকমান হাওলাদার বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম ব্যাঙ কামড় দিয়েছে। পরে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে আজ ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আমার মেয়ে মারা গেল।’
এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাপের কামড়ে একজন নারী মারা গেছেন। ব্যাপারটি দুঃখজনক।
যশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা
২৪ মিনিট আগেইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
২৪ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন।
২৭ মিনিট আগেমানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
৪৩ মিনিট আগে