ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশ হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ডাকসুর সামনে এক সংবাদ সম্মেলনে এই সংগঠনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংবাদ সম্মেলনে ‘শিক্ষা, শক্তি ও মুক্তি’ স্লোগান সামনে রেখে নতুন সংগঠনে আখতার হোসেনকে আহ্বায়ক ও নাহিদ ইসলামকে সদস্যসচিব করে ২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চিন্তক ও অ্যাক্টিভিস্ট তুহিন খান। পরে আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। সেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আহ্বায়ক ও আবু বাকের মজুমদারকে সদস্যসচিব করে তিন মাসের জন্য ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, ‘বর্তমানে যে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি রয়েছে, তাতে শিক্ষার্থীদের কল্যাণে কোনো কাজ হচ্ছে না। আমরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থেকে বেরিয়ে দায়, দরদ ও মানবিক মর্যাদার ছাত্ররাজনীতি শুরু করেছি, এতে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।’
সংবাদ সম্মেলনে রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ, জাতীয় শিক্ষা আন্দোলন, গণতান্ত্রিক ক্যাম্পাস গঠন, ছাত্র-নাগরিক সংহতি, যত্নের রাজনীতি নির্মাণ এবং সাংস্কৃতিক সক্রিয়তা—এই ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিলেন সংগঠনের নেতারা। তবে আগে থেকেই সেখানে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান ও স্লোগান দিতে থাকায় তারা ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তির ঘোষণা দেওয়ার সময় ক্যাম্পাসে মহড়া দেন নেতা-কর্মীরা।
এদিকে সংবাদ সম্মেলনে নতুন এই ছাত্রসংগঠনের ঘোষণা শেষে একটি পদযাত্রা করে তারা। পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশ হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ডাকসুর সামনে এক সংবাদ সম্মেলনে এই সংগঠনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংবাদ সম্মেলনে ‘শিক্ষা, শক্তি ও মুক্তি’ স্লোগান সামনে রেখে নতুন সংগঠনে আখতার হোসেনকে আহ্বায়ক ও নাহিদ ইসলামকে সদস্যসচিব করে ২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চিন্তক ও অ্যাক্টিভিস্ট তুহিন খান। পরে আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। সেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আহ্বায়ক ও আবু বাকের মজুমদারকে সদস্যসচিব করে তিন মাসের জন্য ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, ‘বর্তমানে যে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি রয়েছে, তাতে শিক্ষার্থীদের কল্যাণে কোনো কাজ হচ্ছে না। আমরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থেকে বেরিয়ে দায়, দরদ ও মানবিক মর্যাদার ছাত্ররাজনীতি শুরু করেছি, এতে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।’
সংবাদ সম্মেলনে রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ, জাতীয় শিক্ষা আন্দোলন, গণতান্ত্রিক ক্যাম্পাস গঠন, ছাত্র-নাগরিক সংহতি, যত্নের রাজনীতি নির্মাণ এবং সাংস্কৃতিক সক্রিয়তা—এই ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিলেন সংগঠনের নেতারা। তবে আগে থেকেই সেখানে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান ও স্লোগান দিতে থাকায় তারা ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তির ঘোষণা দেওয়ার সময় ক্যাম্পাসে মহড়া দেন নেতা-কর্মীরা।
এদিকে সংবাদ সম্মেলনে নতুন এই ছাত্রসংগঠনের ঘোষণা শেষে একটি পদযাত্রা করে তারা। পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাজী মহসীন রোডে মেট্রো বেকারি থেকে তাঁকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।
১৫ মিনিট আগেছাত্রদল চায় জাকসুর গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হোক। এ নিয়ে তারা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে।
৪২ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলের উলন রোডে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে কলা বিক্রেতা মো. জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সূচনা ঘটেছিল কোটাবিরোধী আন্দোলন থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সেই আন্দোলনে দমন-পীড়ন চালানোয় তা গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে।
১ ঘণ্টা আগে