Ajker Patrika

সাভারে সাংবাদিক পরিচয়ে ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৯: ৩২
সাভারে সাংবাদিক পরিচয়ে ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার ৩

নাম রজনী কান্ত সানান, তিনি ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের (এনএইচসিআরএফ) মানবাধিকার কর্মী ও সাভারের অপরাধবিষয়ক তথ্য সংগ্রহকারী। গতকাল শনিবার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হন এ মানবাধিকার কর্মীসহ তিনজন। পরে র‍্যাব তাঁদের আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করে। 

আজ রোববার গ্রেপ্তার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ জেলার রজনী কান্ত সানান (৪৪), মানিকগঞ্জের তোফাজ্জল হোসেন খান (২৯) ও চাঁদপুরের সোহেল রানা (৩৭)। এর মধ্যে তোফাজ্জল হোসেন খানের কাছে পাওয়া যায় তালাশ টাইমস নামে একটি পত্রিকার পরিচয়পত্র। 

এ ছাড়া তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ২৫ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও দুটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তাঁরা সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে জানায় র‍্যাব।

ভুক্তভোগী কসমেটিকস ব্যবসায়ী মাসুদুর রহমান সজীবের দায়ের করা মামলা থেকে জানা যায়, তাঁকে মারধর করে তাঁর পকেটে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী। ভুক্তভোগীর চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। পরে র‍্যাবের টহল দলের কাছে তাঁদের হস্তান্তর করে উপস্থিত জনতা। 

র‍্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সাংবাদিক পরিচয় দিয়ে তারা বিভিন্ন অপকর্ম করে আসছিল। আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত