Ajker Patrika

রাজনীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে প্রকল্প শুরু

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৭: ০৪
বৃহস্পতিবার নেদারল্যান্ডস দূতাবাসে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং নেদারল্যান্ডসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার নেদারল্যান্ডস দূতাবাসে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং নেদারল্যান্ডসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডস এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) যৌথভাবে বাংলাদেশে নারী, যুবসমাজ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে রাজনীতিতে অংশগ্রহণ প্রসারে একটি প্রকল্প শুরু করছে। এই প্রকল্পটির উদ্দেশ্য—পরামর্শদান এবং নেতৃত্বের প্রশিক্ষণের মাধ্যমে নারী ও তরুণদের রাজনৈতিক ক্ষমতায়ন।

এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডস দূতাবাসে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং নেদারল্যান্ডসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নেদারল্যান্ডসের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন নিযুক্ত রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স এবং সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

এ সময় রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স বলেন, ‘নেদারল্যান্ডস সব সময় জেন্ডার অন্তর্ভুক্তির প্রতি জোর দেয় এবং বিশ্বাস করে যে প্রত্যেকের—বিশেষ করে নারী ও তরুণদের অন্তর্ভুক্তিই হচ্ছে প্রকৃত উন্নয়ন। এই প্রকল্পটি বাংলাদেশে সেই বিশাল পদক্ষেপ বাস্তবায়নেরই একটি অংশ।’

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘আমরা আশা করছি, এই প্রকল্পের মাধ্যমে রাজনীতিতে নারী এবং তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত ও প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মাধ্যমে সমতার বাস্তবায়ন হবে।’

এ সময় সিজিএসের সিনিয়র গবেষণা সহযোগী আপন জহির, চিফ অব স্টাফ দীপাঞ্জলী রায় এবং গবেষণা সহযোগী সাদিয়া তাসনীম, দূতাবাসের পক্ষ থেকে ফার্স্ট সেক্রেটারি কর স্টুটেন এবং সিনিয়র পলিসি অ্যাডভাইজার নামিয়া আখতার উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত