গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ফুফু ও ফুপাতো বোনের সঙ্গে অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে রিমন শেখ (১১) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড ভাগলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রিমন উপজেলার ভাঘলপুর এলাকার মো. জিলা শেখ ও মোছা. বেদেনা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে। তাঁর বাবা ঢাকায় বড় ভাইয়ের ব্যবসা দেখাশোনার কাজ করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সাহেব আলী ও নিহত শিশুর স্বজনেরা জানান, রিমনদের বাড়িতে তার ফুপু ও ফুপাতো বোন বেড়াতে আসেন। সকালে রিমনের ফুপু ও ফুপাতো বোন রাজবাড়ী শহরে কেনাকাটার জন্য যেতে চাইলে রিমনও যাবে বলে বায়না ধরে। কিন্তু রিমনের তাঁরা তাকে না নিতে চাইলে রিমন জিদ ধরেন। তখন তাঁরা রিমনকে ঘরের মধ্যে আটকে রেখে কেনাকাটা করতে চলে যান। এ সময় তার মা রান্নার কাজ করছিলেন। কিছুক্ষণ পর রিমনের এক খেলার সাথি তাকে ডাকতে আসলে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন। এ সময় সে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন ছুটে আসেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়ায় ঘরের বেড়া ভেঙে তাকে উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু রিমনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি গলায় ফাঁস নিয়েই আত্মহত্যা করেছে। তার গলায় ফাঁস নেওয়ার দাগও রয়েছে।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
রাজবাড়ীর গোয়ালন্দে ফুফু ও ফুপাতো বোনের সঙ্গে অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে রিমন শেখ (১১) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড ভাগলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রিমন উপজেলার ভাঘলপুর এলাকার মো. জিলা শেখ ও মোছা. বেদেনা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে। তাঁর বাবা ঢাকায় বড় ভাইয়ের ব্যবসা দেখাশোনার কাজ করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সাহেব আলী ও নিহত শিশুর স্বজনেরা জানান, রিমনদের বাড়িতে তার ফুপু ও ফুপাতো বোন বেড়াতে আসেন। সকালে রিমনের ফুপু ও ফুপাতো বোন রাজবাড়ী শহরে কেনাকাটার জন্য যেতে চাইলে রিমনও যাবে বলে বায়না ধরে। কিন্তু রিমনের তাঁরা তাকে না নিতে চাইলে রিমন জিদ ধরেন। তখন তাঁরা রিমনকে ঘরের মধ্যে আটকে রেখে কেনাকাটা করতে চলে যান। এ সময় তার মা রান্নার কাজ করছিলেন। কিছুক্ষণ পর রিমনের এক খেলার সাথি তাকে ডাকতে আসলে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন। এ সময় সে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন ছুটে আসেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়ায় ঘরের বেড়া ভেঙে তাকে উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু রিমনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি গলায় ফাঁস নিয়েই আত্মহত্যা করেছে। তার গলায় ফাঁস নেওয়ার দাগও রয়েছে।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে...
১ ঘণ্টা আগেচার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৬ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৬ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৬ ঘণ্টা আগে