নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ পাঁচ বছরেও শুরু হয়নি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জুম্মন নামে এক ব্যক্তির ছেলে মো. আসিফ বাদী হয়ে চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তিন বছর কেটে যায় তদন্তকাজ শেষ করতে। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম ভবন মালিকের দুই ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
এরপর আরও দুই বছর কেটে যায় মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে। গত ৩১ জানুয়ারি ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ভবন মালিক দুই ভাই হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ এই মামলায় অভিযুক্ত অপর ছয় আসামি হলেন রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াব আতির, মো. নাবিল ও কাশিফ উদ্দিন। তাঁরা সবাই বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন।
মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। আগামী ১৪ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।
ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি এপিপি মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, গত ৩১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামিরা সবাই জামিনে আছেন। আগামী ১৪ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাক্ষীদের আদালতে তলব করা হয়েছে।
মামলার বাদী অগ্নিকাণ্ডে মৃত জুম্মনের ছেলে মো. আসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আমাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা আদালতে সাক্ষ্য দেব। দ্রুত বিচারের দাবি জানাচ্ছি সরকারের প্রতি।’
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ পাঁচ বছরেও শুরু হয়নি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জুম্মন নামে এক ব্যক্তির ছেলে মো. আসিফ বাদী হয়ে চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তিন বছর কেটে যায় তদন্তকাজ শেষ করতে। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম ভবন মালিকের দুই ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
এরপর আরও দুই বছর কেটে যায় মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে। গত ৩১ জানুয়ারি ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ভবন মালিক দুই ভাই হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ এই মামলায় অভিযুক্ত অপর ছয় আসামি হলেন রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াব আতির, মো. নাবিল ও কাশিফ উদ্দিন। তাঁরা সবাই বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন।
মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। আগামী ১৪ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।
ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি এপিপি মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, গত ৩১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামিরা সবাই জামিনে আছেন। আগামী ১৪ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাক্ষীদের আদালতে তলব করা হয়েছে।
মামলার বাদী অগ্নিকাণ্ডে মৃত জুম্মনের ছেলে মো. আসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আমাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা আদালতে সাক্ষ্য দেব। দ্রুত বিচারের দাবি জানাচ্ছি সরকারের প্রতি।’
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
১ ঘণ্টা আগেটইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
২ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
২ ঘণ্টা আগে