Ajker Patrika

এফএওর সদর দপ্তরে ‘শেখ মুজিব-বাংলাদেশ রুম’ স্থাপনে সমঝোতা সই

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২০: ০৬
এফএওর সদর দপ্তরে ‘শেখ মুজিব-বাংলাদেশ রুম’ স্থাপনে সমঝোতা সই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্‌যাপনের অংশ হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ‘শেখ মুজিব-বাংলাদেশ রুম’ স্থাপনের জন্য একটি সমঝোতা সই হয়েছে। গতকাল সোমবার ইতালির রোমে বাংলাদেশ ও এফএওর মধ্যে এ সই হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এফএওতে স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান এবং এফএও মহাপরিচালক চু ডংইউ সমঝোতা সই করেন। এরই ধারাবাহিকতায় এফএওর মূল ভবনে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তাঁর নামে বাংলাদেশ রুম স্থাপন করা হবে। রুমটি বিভিন্ন সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা সভা অনুষ্ঠান ছাড়াও ফ্যাসিলিটেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। হাইব্রিড মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্‌রিয়ার আলম বাংলাদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। 

এফএওর সঙ্গে বাংলাদেশের চার দশকের বেশি সময় ধরে ঘনিষ্ঠ অংশীদারত্বের কথা উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর নামে এ রুম স্থাপনে সহায়তা প্রদানের জন্য এফএওর মহাপরিচালককে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। মহান বিজয়ের মাসে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের ধারাবাহিকতায় একটি আন্তর্জাতিক সংস্থায় ‘শেখ মুজিব-বাংলাদেশ রুম’ স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষরের তাৎপর্যপূর্ণ ঘটনাকে আবেগের এবং গৌরবের একটি মুহূর্ত বলে বিশেষভাবে উল্লেখ করেন। 

রাষ্ট্রদূত ও এফএওতে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি তাঁর বক্তৃতায় বাংলাদেশ ও এফএওর প্রায় ৪৮ বছরের গভীর অংশীদারত্বের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি এফএও এবং ডব্লিউএফপির নীতিনির্ধারণী নির্বাহী বোর্ডে বাংলাদেশ সম্প্রতি নির্বাচিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ প্রথমবারের মতো আগামী ৮ থেকে ১১ মার্চ ২০২২ এশিয়া প্যাসিফিক এফএও আঞ্চলিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর শুভ উদ্বোধন করবেন। 
 
এফএওর  মহাপরিচালক স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের সাম্প্রতিক চূড়ান্ত সুপারিশ এবং এর চলমান উন্নয়ন অভিযাত্রার কথা উল্লেখ করেন। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। ওই অনুষ্ঠানে চীন ও থাইল্যান্ডের স্থায়ী প্রতিনিধি, এশিয়া গ্রুপের চেয়ারপারসন হিসেবে ইন্দোনেশিয়ার প্রতিনিধি সশরীরে এফএওর শেখ জায়েদ সেন্টারে উপস্থিত ছিলেন। এ ছাড়া, ভারত, ফিলিপাইন ও মালয়েশিয়ার প্রতিনিধিরা জুম মাধ্যমে সংযুক্ত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত