Ajker Patrika

যুবলীগ নেতা গাজী সারোয়ারের জমি-বাড়ি ও ১৬ দোকান ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৭: ৩৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নামে থাকা বাড়ি, জমি ও দোকানঘর ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গাজী সারোয়ার হোসেন বাবুর নামে যাত্রাবাড়ীতে থাকা একটি ছয়তলা ভবন (জমিসহ), সাত শতাংশ জমি ও সদরঘাটের গ্রেটওয়াল শপিং মলে থাকা ১৬টি দোকানঘর ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

এসব সম্পদ জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক খোকন চন্দ্র মোহন্ত। তাঁর আবেদনে উল্লেখ করা হয়, গাজী সারোয়ার তাঁর সম্পদ বিবরণীতে ২৫ লাখ ৫২ হাজার ৫২৪ টাকা মূল্যের সম্পদ গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৫৯৮ টাকার সম্পদ অর্জন করে তা ভোগ করছেন।

তদন্তে জানা যায়, ২০১৮ সালের ২৫ নভেম্বর গ্রেটওয়াল ফাউন্ডেশন লিমিটেডের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে গাজী সারোয়ার হোসেন বাবু গ্রেটওয়াল শপিং সেন্টারের চতুর্থ তলার ১৬টি দোকান ৫০ লাখ টাকায় নেন। তবে ওই টাকার বৈধ উৎস সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি তাঁর দখলে থাকা সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ ক্রোকের রাখা জরুরি বিবেচনায় আদালত এই আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত