ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক চক্রান্তের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় সোচ্চার থাকবে। আজ বুধবার টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ‘কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আখতারুজ্জামান বলেন, ‘একটি ভয়ংকর পটভূমির ওপর ২০০৭ সালের ২৩ আগস্টে এ ঘটনার জন্ম দিয়েছিল। একদিকে দেশে স্বৈরশাসনের আড়ালে তত্ত্বাবধায়ক সরকার অন্যদিকে সন্ত্রাস আর জঙ্গিবাদের উত্থান সব মিলিয়ে আমাদের শিক্ষকদের কঠিন সময় পার করতে হয়েছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যাযজ্ঞের ঘটনা, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা এবং ২০০৭ সালের ২০-২৩ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রান্ত হওয়ার ঘটনা একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারী অপশক্তি এসব বেদনার্ত, নির্মম ও নিন্দনীয় ঘটনা ঘটিয়েছিল। এরা গণতন্ত্রের শত্রু, সংবিধানের শত্রু।’
আখতারুজ্জামান আরও বলেন, ‘চক্রান্তগুলোর পেছনের মূল লক্ষ্য ছিল দেশকে আবারও পাকিস্তানি অগণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়া। একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি উদীয়মান অর্থনীতির দেশকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পদ্ধতির অনুসরণে কী রকম পর্যুদস্ত হতে হয় তা আমরা দেখেছি। আসন্ন নির্বাচনে সাংবিধানিক ও গণতান্ত্রিক পন্থা যেন অবলম্বন করা হয়, সে আহ্বান আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি রাখছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে দেশের উন্নয়নের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবিলায় সর্বদা সোচ্চার থাকার জন্য শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানান উপাচার্য।
কারা নির্যাতিত ও ঢাবি শিক্ষক সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না তাঁরা সেদিন রাস্তায় নেমেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেদিন পাকিস্তানের হানাদারদের মতো তারাও (স্বৈরচার) এসেছিল ঢাবিকে আক্রমণ করতে, সেদিন ছাত্রদের সঙ্গে আমরা (শিক্ষক) সমবেত হয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন—উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ২০০৭ সালের ২৩ আগস্টের ঘটনায় কারা নির্যাতিত শিক্ষক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক চক্রান্তের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় সোচ্চার থাকবে। আজ বুধবার টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ‘কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আখতারুজ্জামান বলেন, ‘একটি ভয়ংকর পটভূমির ওপর ২০০৭ সালের ২৩ আগস্টে এ ঘটনার জন্ম দিয়েছিল। একদিকে দেশে স্বৈরশাসনের আড়ালে তত্ত্বাবধায়ক সরকার অন্যদিকে সন্ত্রাস আর জঙ্গিবাদের উত্থান সব মিলিয়ে আমাদের শিক্ষকদের কঠিন সময় পার করতে হয়েছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যাযজ্ঞের ঘটনা, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা এবং ২০০৭ সালের ২০-২৩ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রান্ত হওয়ার ঘটনা একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারী অপশক্তি এসব বেদনার্ত, নির্মম ও নিন্দনীয় ঘটনা ঘটিয়েছিল। এরা গণতন্ত্রের শত্রু, সংবিধানের শত্রু।’
আখতারুজ্জামান আরও বলেন, ‘চক্রান্তগুলোর পেছনের মূল লক্ষ্য ছিল দেশকে আবারও পাকিস্তানি অগণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়া। একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি উদীয়মান অর্থনীতির দেশকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পদ্ধতির অনুসরণে কী রকম পর্যুদস্ত হতে হয় তা আমরা দেখেছি। আসন্ন নির্বাচনে সাংবিধানিক ও গণতান্ত্রিক পন্থা যেন অবলম্বন করা হয়, সে আহ্বান আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি রাখছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে দেশের উন্নয়নের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবিলায় সর্বদা সোচ্চার থাকার জন্য শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানান উপাচার্য।
কারা নির্যাতিত ও ঢাবি শিক্ষক সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না তাঁরা সেদিন রাস্তায় নেমেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেদিন পাকিস্তানের হানাদারদের মতো তারাও (স্বৈরচার) এসেছিল ঢাবিকে আক্রমণ করতে, সেদিন ছাত্রদের সঙ্গে আমরা (শিক্ষক) সমবেত হয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন—উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ২০০৭ সালের ২৩ আগস্টের ঘটনায় কারা নির্যাতিত শিক্ষক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে