Ajker Patrika

গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর ভিডিওটি পুরোনো: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর ভিডিওটি পুরোনো: ডিএমপি

রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল সমর্থনে বাস পোড়ানো-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে সেগুলো পুরোনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজ রোববারের (২০ জুলাই) ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ উল্লিখিত এলাকায় বাস পোড়ানোর কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’

ডিএমপির বিবৃতিতে বলা হয়, ‘কিছু কুচক্রী মহল পুরোনো ভিডিও ও ছবি নতুন বলে প্রচার করে মানুষের মনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এতে জনমনে ভীতি তৈরি করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে তারা।’

ডিএমপি আরও জানায়, সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো কর্মকাণ্ড রুখতে পুলিশ তৎপর রয়েছে। রাজধানীর সব এলাকায় কঠোর নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে ঢাকাবাসীকে বিভ্রান্তিকর তথ্য ও গুজব থেকে বিরত থাকার এবং যাচাই ছাড়া কিছু না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত