Ajker Patrika

হাটে স্বাস্থ্যবিধি উধাও, ১০ লাখ টাকা জরিমানা করলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৪: ৫৭
হাটে স্বাস্থ্যবিধি উধাও, ১০ লাখ টাকা জরিমানা করলেন মেয়র

করোনা সংক্রমণের লাগামহীন গতির মধ্যেই বসেছে কোরবানির পশুর হাট। মেয়র গেলেন পরিদর্শনে। দেখলেন কোথাও নেই স্বাস্থ্যবিধি, কারও মাথাব্যথা নেই তা মানাতেও। জরিমানা হলো ১০ লাখ টাকা। ১ ঘণ্টার জন্য বন্ধ রাখা হলো হাসিল ঘর।

আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী হাটে এ ঘটনা ঘটেছে। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম স্থায়ী এ পশুর হাটের অবস্থা দেখে গণমাধ্যমের কাছে ক্ষোভ জানান।

পশুর হাটের সার্বিক চিত্র দেখে মেয়র বলেন, ‘গাবতলী হাটে এসে সার্বিক চিত্র দেখে আমার মোটেও ভালো লাগেনি। এটিই হচ্ছে সত্য কথা। এই চিত্র আপনারাও দেখছেন, আমিও দেখছি এবং জনগণও দেখছে। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বলে দিয়েছি আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার দরকার, সেই ব্যবস্থা নেওয়ার জন্য।’

গত ঈদুল ফিতরে স্বাস্থ্যবিধি না মানায় উত্তরার একটি শপিং মল বন্ধ করার উদাহরণ তুলে ধরেন উত্তরের মেয়র। তেমন করে কোনো হাটে স্বাস্থ্যবিধি ও নির্দেশিত নিয়ম না মানা হলে বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, এ বছরই প্রথম উত্তর সিটি করপোরেশনের ৯টি হাটে ৯টি অ্যান্টিজেন টেস্ট বুথ বসানো হয়েছে। তাতে তিনজন ধরা পড়েছে। এরপরও তারা উদাসীন। এটা সিটি করপোরেশনের হাটে হতে পারে না।

এর আগে হাটের সীমানার বাইরে লাগানো বাঁশ ভেঙে দেওয়া হয়। যেসব চুক্তি ও শর্ত অনুযায়ী হাট ইজারা দেওয়া হয়েছে তা পরিপালন হচ্ছে কি না, তা–ও ঘুরে দেখেন মেয়র। এ সময় যাঁরা মাস্ক ছাড়া হাটে প্রবেশ করেছেন, তাঁদের মাঝে মাস্ক বিতরণ করেন। মাস্কবিহীন অনেক ব্যবসায়ীকেও তিনি মাস্ক পরিয়ে দেন। তবে হাটের দায়িত্বে থাকা ইজারাদারের উদাসীনতার কারণে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারশিয়া সুলতানা প্রিয়াঙ্কা ১০ লাখ টাকা জরিমানা করেন।

সাংবাদিকদের আতিক বলেন, ‘এ বছর কোরবানি–পরবর্তী শহর পরিষ্কার করার জন্য আমাদের ১১ হাজার কর্মী কাজ করবে। আমিসহ আমাদের কাউন্সিলররা মাঠে থাকব। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা শহর পরিষ্কার করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত