Ajker Patrika

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ফাইরুজ ফাইজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৫৯
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ফাইরুজ ফাইজা

সাতজন মিলে শুরু করেছিলেন নতুন এক যাত্রা। মনের স্কুল। সব মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা মন খুলে বলবে তাদের মানসিক অবস্থার কথা। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১০ হাজারের মতো মানুষকে মানসিক স্বাস্থ্য বিষয়ে নানা সমাধান দিয়েছেন তাঁরা। এবার এল স্বীকৃতি। 

প্রথম বাংলাদেশি হিসেবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে গোলকিপারস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের তরুণী ফাইরুজ ফাইজা বিথার। মনের স্কুলের সহপ্রতিষ্ঠাতা। ২১ সেপ্টেম্বর এই চেঞ্জমেকার ক্যাটাগরিতে এ পুরস্কারের ঘোষণা আসে। বাংলাদেশি ওই তরুণী ছাড়াও বিশ্বের আরও তিন নারী এবার গোলকিপারস অ্যাওয়ার্ডের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। এই তিনজন হলেন গোলকিপারস ক্যাটাগরিতে জাতিসংঘের নারী বিভাগের সাবেক নির্বাহী পরিচালক ফুমজিলে ম্লামবো এনকুকা, অগ্রগতি বিভাগে কলম্বিয়ার জেনিফার কল্পাস এবং ক্যাম্পেইন বিভাগে লাইবেরিয়ার সাট্টা শেরিফ। 

গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় ফাইরুজ ফাইজা বিথার বলেন, `এই অর্জন আমাদের পুরো দলের। আমরা যে ভার্চুয়াল জগৎটি তৈরি করেছি, তাতে সবাই ভয়হীনভাবে নিজের মনের সব কথা বলতে পারেন। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশের আরও তরুণ-তরুণী মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে আগ্রহী হবে।'

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে চতুর্থ বর্ষে পড়ুয়া ফাইরুজ বলেন, `আমাদের দেশে অনেকেই মানসিকভাবে হতাশাগ্রস্ত থাকেন, কিন্তু প্রকাশ করতে পারেন না। মানসিক ডাক্তারের কাছে যাওয়াকেও নেতিবাচকভাবে দেখা হয়। এই ভ্রান্ত ধারণা ভেঙে দিতেই মনের স্কুলের শুরু।' 

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, পুরস্কার পাওয়া ফাইরুজ ও তাঁর সমমনা ছয় বন্ধু তাঁদের উদ্যোগের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে আলোচনা ও কর্মশালার আয়োজন করেন, পাশাপাশি এই প্ল্যাটফর্মের মাধ্যমে ২৪/৭ ঘণ্টা মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। 

ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটস বলেছেন, `চলমান মহামারি পরিস্থিতিতে নানা প্রতিকূলতার মধ্যেও যে এগিয়ে যাওয়া সম্ভব, এবারের পুরস্কৃত চার মহীয়সী নারী তা প্রমাণ করেছেন। তাঁদের স্বীকৃতি দিতে পেরে আমরা সম্মানিত।' 

২০০৯ সালের ১১ জুলাই রাতে খুলনা শহরের মুসলমানপাড়ার মেট্রোপলিটন ক্লিনিকের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শহীদ ইকবাল। তিনি ফাইরুজের বাবা। শহীদ ইকবাল ওই সময় খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত