Ajker Patrika

সাধারণ মানুষের অসাধারণ গল্প তুলে ধরার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৫: ০০
সাধারণ মানুষের অসাধারণ গল্প তুলে ধরার আহ্বান শিক্ষামন্ত্রীর

সাধারণ মানুষের অসাধারণ গল্প তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, অনেক নেতিবাচক ঘটনার মধ্যেও এ দেশের সাধারণ মানুষ কিছু অসাধারণ কাজ করে থাকে। সাংবাদিকদের উচিত এসব কাজকে গুরুত্ব দিয়ে তুলে ধরা।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, `আমাদের দেশের জনসাধারণ স্বাস্থ্য নিয়ে খুব বেশি সচেতন নয়। শুধু স্বাস্থ্যসচেতনতাই যেসব রোগ থেকে মুক্তি দিতে পারে, সেই সব রোগেই আমরা বেশি আক্রান্ত হই। এ জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যদিও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আমাদের সংস্কৃতিতে নেই, তবে এর জন্য মানুষকে সচেতন করে তুলতে হবে।'  

ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের জেলা গভর্নর আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ। এ ছাড়া ডিআরইউর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অব ঢাকা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত