Ajker Patrika

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে প্রতীকী লাশের মিছিল করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৫: ১৪
নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে প্রতীকী লাশের মিছিল করেছে শিক্ষার্থীরা

নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর ও নিরাপদ সড়কের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি প্রতীকী লাশের মিছিল বের করে শিক্ষার্থীরা। এর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলা শহরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। 

আজ রোববার বেলা পৌনে ১টায় শাহবাগ চত্বর থেকে প্রতীকী লাশের মিছিল বের করে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের একটি অংশ। 

শিক্ষার্থীরা জাতীয় গ্রন্থাগারের দিক থেকে এসে শাহবাগ মোড় থেকে প্রতীকী লাশের কফিন নিয়ে শাহবাগ থানার সামনে দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়। 

আন্দোলনরত শিক্ষার্থী ইনজামুল হক বলেন, `আমরা শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আমরা গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে শাহবাগ চত্বরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছি। এ ছাড়া বৃষ্টি হওয়ার কারণে আজকের কর্মসূচি প্রতীকী লাশের মিছিলের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করছি।' 

এ ছাড়া ঢাকা মহানগরসহ খুলনা, বরিশাল, রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ সারা দেশে ১৫টির বেশি জেলায় ছাত্রদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে।  

এর আগে যান চলাচল স্বাভাবিক রাখতে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে শাহবাগ চত্বরে অবস্থান নেন পুলিশ সদস্যরা। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে পারবে। কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত