Ajker Patrika

১৩ কোটি টাকার অবৈধ সম্পদ: ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে রাজধানীর বাড্ডার এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- মধ্য বাড্ডার ব্যবসায়ী মো. মাসুদুর রহমান (৪৫) ও তার স্ত্রী এলিজা আক্তার উর্মি (৩৯)। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সেই সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

ব্যবসায়ী মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুদক ২০১৭ সালে নোটিশ পাঠিয়ে তাকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়। সেই অনুযায়ী নির্ধারিত সময়ে একই বছর সম্পদ বিবরণী দাখিল করেন মাসুদুর। 

পরে তা যাচাই-বাছায় শেষে তার ৮ কোটি ৪২ লাখ ৯৩ হাজার টাকার বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলায় দুদক আইন, ২০০৪ এর ২৭(২) ধারা অভিযোগ আনা হয়।

অপর মামলায় এলিজা আক্তার উর্মির বিরুদ্ধে অভিযোগ, তিনি দুদকের নির্দেশে সম্পদ বিবরণী দাখিল করার পর তা যাচাই-বাছাই শেষে তার নামে ৪ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় মামলায় তার বিরুদ্ধে দুদক আইনের একই ধারায় অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত