Ajker Patrika

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে ‘ছাত্রদল কর্মী’ নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিহত জাহিদুল ইসলাম পারভেজ। ছবি: সংগৃহীত
নিহত জাহিদুল ইসলাম পারভেজ। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।

নিহত শিক্ষার্থী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ইংরেজি বিভাগ ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, একটি দোকানে বান্ধবীদের নিয়ে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির সূত্র ধরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের একটি পক্ষ বহিরাগতদের নিয়ে এসে ফের হামলা চালায়। তখন ছুরিকাঘাতে গুরুতর আহত হন পারভেজ। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মামাতো ভাই বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন বলে জানিয়েছেন ওসি রাসেল। তিনি বলেন, আসামিদের ধরতে অভিযান চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্যাম্পাসের সামনে বসার যায়গাকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হওয়াতে বহিরাগত সন্ত্রাসী দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এক পোস্টে পারভেজ হত্যার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। পোস্টে পারভেজের একটি ছবিও প্রকাশ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত