Ajker Patrika

‘খালি কোপায় চাপাতি ফাহিম’, এবার অস্ত্রসহ গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১১: ৫০
‘খালি কোপায় চাপাতি ফাহিম’, এবার অস্ত্রসহ গ্রেপ্তার 

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চাঁদা না পেয়ে এক মিষ্টি ব্যবসায়ীকে কোপানোর অভিযোগে অস্ত্র ও চাপাতিসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম ফাহিম আহম্মেদ প্রকাশ ওরফে চাপাতি ফাহিম (২৬)। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। 

মোহাম্মদ মহসীন বলেন, ‘মিরপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ ফাহিম। কিছুদিন আগেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। কারাগার থেকে জামিনে বেরিয়ে আবারও চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেন। এই অভিযোগে থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করে ফাহিম। তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপায়। আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়। চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘোরে বলে সে চাপাতি ফাহিম নামেই পরিচিত।’ 

মোহাম্মদ মহসীন জানান, মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন ফাহিম। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পান। ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করেন। কয়েক দিন ধরেই শেওড়াপাড়া ডিসেন্ড সুইট অ্যান্ড ফুড নামের একটি দোকান থেকে চাঁদা দাবি করেন। কিন্তু প্রতিবারই দোকান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয়। গতকাল সকালে আবারও ওই দোকানে যন ফাহিম। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে ২ হাজার ৫০০ টাকা নিয়ে চলে যান। সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাঁর বাসা থেকে একটি রিভালবার ও চাপাতি উদ্ধার করা হয়। তাঁর ছুরিকাঘাতে পুলিশের এসআই সোহেল রানা আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী তানভীরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার ফাহিমের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত