Ajker Patrika

মানিকগঞ্জে বিএনপি নেতা আব্দুল আলীমকে বহিষ্কার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আব্দুল আলীম খান মনোয়ার। ছবি: সংগৃহীত
আব্দুল আলীম খান মনোয়ার। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা ও সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং ঘিওর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে আব্দুল আলীম খান মনোয়ারের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ বলেন, বহিষ্কৃত কিংবা দলীয় পদ স্থগিত ব্যক্তির অপকর্মের দায়দায়িত্ব সংগঠন বহন করবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত