Ajker Patrika

মধ্যরাতে রাজধানীর কূটনৈতিকপাড়ায় সহকর্মীর গুলিতে পুলিশ কনস্টেবল নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২৪, ১৮: ৫৭
Thumbnail image

রাজধানীর গুলশানের কূটনৈতিকপাড়ায় ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ শনিবার (৮ জুন) মধ্যরাতের ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। ওই পুলিশ সদস্য কী কারণে সহকর্মীকে গুলি করলেন তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু জানা যায়নি। 

নিহত কনস্টেবল মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কূটনৈতিক নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন। আর তাঁকে গুলি করেছেন কনস্টেবল কাওসার আলী।

মনিরুল ইসলামের বাড়ি নেত্রকোনার বিষ্ঠপুর। ২০১৮ সালে তিনি পুলিশে কনস্টেবল পদে যোগ দেন।

এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম রাত পৌনে ১টার দিকে বলেন, ‘ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে গুলি করেছেন। মৃতদেহ ঘটনাস্থলে আছে। একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’ 

পুরো কূটনৈতিকপাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর পুরো গুলশানের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঘটনাস্থলে সোয়াত মোতায়েন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। তবে কূটনীতিকদের মধ্যে যাতে কোনো আতঙ্ক না ছড়ায়, সে ব্যাপারে তাঁদের আশ্বস্ত করা হয়েছে। তাঁদের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি নিছকই দুজন পুলিশ সদস্যের মধ্যে। পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে। 

ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনি দূতাবাসের সামনে দায়িত্বরত এক পুলিশ সদস্য সহকর্মীর সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি করেন। গুলিতে এক পুলিশ সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। বাইসাইকেলে করে যাওয়া এক ব্যক্তিও গুলিবিদ্ধ হন।

অনেকে হঠাৎ গুলির শব্দ পেয়ে ছুটে এসে পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন। আরেকজন হাতে বন্দুক তাক করে দাঁড়িয়ে ছিলেন। পথচারীরা সামনে এগোতে চাইলেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। ফলে আতঙ্কে মুহূর্তের মধ্যে এলাকা জনশূন্য হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্যরা এসে পৌঁছান।  

সরেজমিনে গিয়ে নিহত পুলিশ সদস্যের নিথর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। গুলশান-বারিধারা কূটনৈতিক এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম রয়েছে। 

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় এক পথচারি আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের পিঠে তিনটি গুলির দাগ রয়েছে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত