Ajker Patrika

শ্যামপুর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

শ্যামপুর, কদমতলী প্রতিনিধি 
আপডেট : ১০ জুন ২০২৩, ১৬: ৪২
শ্যামপুর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলাম স্বাধীনকে আটক করেছে র‍্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়।

র‍্যাবের তথ্যমতে, র‌্যাব-১০-এর একটি অভিযানকারী দল রাজধানী ঢাকার শ্যামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি রফিকুল ইসলাম স্বাধীনকে আটক করা হয়। তাঁর বাবার নাম মৃত লাল মিয়া। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়ার বাসিন্দা। 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ওই ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি নিজেকে আইনের হাত থেকে বাঁচাতে দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত