Ajker Patrika

ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা: ৩ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২০: ৩৯
ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা: ৩ আসামি রিমান্ডে

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস সদর দপ্তরে ও পুলিশের ওপর হামলার ঘটনায় বংশাল থানায় দায়ের করা মামলায় তিন আসামিকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ এই রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—মো. রাজু, শাওন ও শাহাদাৎ হোসেন। 

বিকেলে তাঁদের আদালতে হাজির করে বংশাল থানা–পুলিশ। একই সঙ্গে তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই মাসুদুল হাসান প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। অন্যদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় বংশাল থানায় মামলা হয়। বংশাল থানার এসআই ইস্রাফিল হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫০–৩০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। 

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ভোরে রাজধানীর পাইকারি ও খুচরা কাপড়ের মার্কেট বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। এই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটগুলোতে। বঙ্গবাজার কমপ্লেক্সসহ কাছাকাছি চারটি মার্কেট পুড়ে যায়। আরও অন্তত তিনটি মার্কেট আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুন নেভাতে প্রায় ২৪ ঘণ্টা টানা কাজ করে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট। 

অগ্নিকাণ্ডে অন্তত ৫ হাজার দোকান পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বঙ্গবাজার দোকান মালিক সমিতি। অন্তত ১ হাজার কোটি টাকার ওপরে আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত