নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী আন্দোলনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রমজান মিয়া জীবন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাউফুল আলম খান ওরফে শুভকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই আদেশ দেন।
বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক মনিরুজ্জামান শেখ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে, এদিন মামলার মূল নথি আদালতে না থাকায় বিচারক শুভকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ১৬ এপ্রিল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী থেকে রাউফুল আলম খান ওরফে শুভকে আটক করে পুলিশ। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মো. রমজান মিয়া জীবন ছাত্র-জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন। পথে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন। এরপর ৬৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৯ অক্টোবর তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহত রমজান মিয়ার বাবা মো. জামাল উদ্দীন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে গত ২৯ অক্টোবর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রমজান মিয়া জীবন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাউফুল আলম খান ওরফে শুভকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই আদেশ দেন।
বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক মনিরুজ্জামান শেখ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে, এদিন মামলার মূল নথি আদালতে না থাকায় বিচারক শুভকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ১৬ এপ্রিল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী থেকে রাউফুল আলম খান ওরফে শুভকে আটক করে পুলিশ। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মো. রমজান মিয়া জীবন ছাত্র-জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন। পথে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন। এরপর ৬৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৯ অক্টোবর তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহত রমজান মিয়ার বাবা মো. জামাল উদ্দীন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে গত ২৯ অক্টোবর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
যশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৪২ মিনিট আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৪ ঘণ্টা আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
৪ ঘণ্টা আগে