ঢামেক প্রতিবেদক
রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুর থেকে এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পল্টন থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু ইউসুফ বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কের পুকুরপাড়ে যাই। সেখান থেকে জানা যায়, দু-তিনজন শিশু বেলা ৩টার দিকে পুকুরের পানিতে গোসল করতে নামে। তখন এক শিশু পানিতে তলিয়ে গেলে অন্য শিশুরা আশপাশের লোকজনদের বিষয়টি জানায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুরের তলদেশে তল্লাশি চালিয়ে বিকেল ৫টার দিকে শিশুটির মরদেহ খুঁজে পায়।’
এসআই আরও জানান, স্থানীয় লোকজন কেউ শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেননি। তার পরনে সাদা পায়জামা ও নীল রংয়ের পাঞ্জাবি রয়েছে এবং তার সঙ্গে যে কয়েকজন শিশু এসেছিল, তাদের পরনেও একই রকম পোশাক ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শিশুটি কোনো মাদ্রাসার ছাত্র হতে পারে।
পুলিশ কর্মকর্তা জানান, মরদেহের দুই চোখে ও ঠোঁটের পাশে সামান্য জখম রয়েছে। শিশুটির পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ছাড়া ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুর থেকে এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পল্টন থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু ইউসুফ বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কের পুকুরপাড়ে যাই। সেখান থেকে জানা যায়, দু-তিনজন শিশু বেলা ৩টার দিকে পুকুরের পানিতে গোসল করতে নামে। তখন এক শিশু পানিতে তলিয়ে গেলে অন্য শিশুরা আশপাশের লোকজনদের বিষয়টি জানায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুরের তলদেশে তল্লাশি চালিয়ে বিকেল ৫টার দিকে শিশুটির মরদেহ খুঁজে পায়।’
এসআই আরও জানান, স্থানীয় লোকজন কেউ শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেননি। তার পরনে সাদা পায়জামা ও নীল রংয়ের পাঞ্জাবি রয়েছে এবং তার সঙ্গে যে কয়েকজন শিশু এসেছিল, তাদের পরনেও একই রকম পোশাক ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শিশুটি কোনো মাদ্রাসার ছাত্র হতে পারে।
পুলিশ কর্মকর্তা জানান, মরদেহের দুই চোখে ও ঠোঁটের পাশে সামান্য জখম রয়েছে। শিশুটির পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ছাড়া ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মোহাম্মদ জুবায়েতের বয়স পাঁচ বছর। রাতে ঘুমানোর আগে এখনো বাবার জন্য অপেক্ষায় থাকে সে। রাত গভীর হয়, তার প্রশ্ন বাড়ে, বাবা কখন আসবে? এটা তার প্রতিদিনের রুটিন। জুবায়েতের মা জুবেদা খাতুন বলেন, ‘ছেলে আজও বাবার বালিশ নিয়ে অপেক্ষায় থাকে ওর বাবা আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই অনেক প্রশ্নের সম্মুখীন...
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২২ জন শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ বলছেন, বৈষম্য করা হচ্ছে; আবার কেউ বলছেন, বিধিবিধানের জটিলতায় পদোন্নতি পিছিয়ে যাচ্ছে। ফলে প্রতিষ্ঠার প্রায় দেড় দশক পার হলেও এখনো বিশ্ববিদ্যালয়ে মাত্র একজন পূর্ণ অধ্যাপক রয়েছেন।
২ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের সিরাজদিখান ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে কিছুদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে দুই পারের বাসিন্দাদের ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমি ও সৈয়দপুর-সোনাকান্দা সেতুসহ নানা স্থাপনা নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে।
২ ঘণ্টা আগেতিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটিতে ছয় বছর পার করে দিয়েছে রাজশাহী জেলা বিএনপি। ৫ জুলাই কমিটির পাঁচ বছর পূর্তিতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ৬ বছর পূর্ণ হলো!’ তাঁর এই পোস্টের মন্তব্যে নেতা-কর্মীরা...
২ ঘণ্টা আগে