Ajker Patrika

মানবাধিকার লঙ্ঘন করছে না র‍্যাব: মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯
Thumbnail image

র‍্যাব মানবাধিকার লঙ্ঘন নয়, বরং রক্ষায় কাজ করে যাচ্ছে। মানবতা রক্ষায় সংস্থাটির আত্মত্যাগ অনেক বেশি বলেই জানিয়েছেন এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখপাত্র কমান্ডার আল মঈন। আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

আল মঈন বলেন, জঙ্গি হামলা, মাদক অভিযান, সন্ত্রাসী হামলায় র‍্যাব তখনই গুলি করেছে, যখন র‍্যাবের ওপর হামলা হয়েছে। আত্মরক্ষার্থে ছাড়া কখনো গুলি চালায়নি র‍্যাব। 

র‍্যাবে চাকরি করে আইন ভঙ্গ করার সুযোগ নেই। যেকোনো বাহিনীর তুলনায় র‍্যাব নিজ বাহিনীর সদস্যদের আইন ভঙ্গের জন্য বেশি শাস্তি দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গতকাল শুক্রবার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের ছয় কর্মকর্তার যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে র‍্যাবের মুখপাত্র কমান্ডার আল মঈন জানান, নিষেধাজ্ঞার চিঠিটি এখনো আনুষ্ঠানিকভাবে পাননি। তিনি বলেন, ‘অফিশিয়ালি এখন পর্যন্ত চিঠি পাইনি। পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জবাব দেব।’

আল মঈনের দাবি, মানবতা রক্ষায় র‍্যাবের আত্মত্যাগ অনেক বেশি। র‍্যাবের সাফল্যের কারণে জঙ্গিবাদ মোকাবিলা সফলতা পেয়েছে। সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। দস্যুদের পুনর্বাসনে র‍্যাব সব উদ্যোগ নিয়েছে। জঙ্গিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা হয়েছে। মানবাধিকার লুণ্ঠন করে না র‍্যাব, মানবাধিকার রক্ষা করে চলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত