নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির অভিযোগে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল এই অভিযান চালায়। এ সময় তিন আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহত করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ বিকেলে দুদকের হটলাইনে আসা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে ছদ্মবেশে এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অভিযান চালায়।
এ সময় দুদকের ওই দলটি সেবা নিতে আসা গ্রাহকদের দালালেরা হয়রানি করার বিষয়টি প্রমাণ পায়। সে সঙ্গে পাসপোর্ট অফিসে দায়িত্বরত তিন আনসার সদস্যের সংশ্লিষ্টতাও পাওয়া যায়।
আকতারুল ইসলাম বলেন, এনফোর্সমেন্ট টিম একজন দালালকে হাতেনাতে ধরে পরিচালক প্রশাসন বরাবর নিয়ে যায়। পরিচালক প্রশাসন জানান, প্রতি মাসে তাঁদের এখানে র্যাবের অভিযান চালানো হয়। তিনি ওই দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া ওই দালালদের যোগসাজশের অপরাধে তিনজন আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তিন আনসার সদস্য হলেন—মো. শামীম, আজিজুর রহমান ও নূর আলম। এ ছাড়া দালাল মুজিবর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত দেয় এনফোর্সমেন্ট টিম।
পরবর্তী সময় অভিযোগের বিষয়ে বিস্তারিত রেকর্ডপত্র সরবরাহ করে এনফোর্সমেন্ট টিম। সে সঙ্গে ওই টিম শিগগিরই কমিশনে একটি প্রতিবেদন দেবে বলেও জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা।
দুদকের এই অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, আফনান জান্নাত কেয়া, রুহুল হক ও সুভাষ চন্দ্র মজুমদার।
দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির অভিযোগে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল এই অভিযান চালায়। এ সময় তিন আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহত করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ বিকেলে দুদকের হটলাইনে আসা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে ছদ্মবেশে এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অভিযান চালায়।
এ সময় দুদকের ওই দলটি সেবা নিতে আসা গ্রাহকদের দালালেরা হয়রানি করার বিষয়টি প্রমাণ পায়। সে সঙ্গে পাসপোর্ট অফিসে দায়িত্বরত তিন আনসার সদস্যের সংশ্লিষ্টতাও পাওয়া যায়।
আকতারুল ইসলাম বলেন, এনফোর্সমেন্ট টিম একজন দালালকে হাতেনাতে ধরে পরিচালক প্রশাসন বরাবর নিয়ে যায়। পরিচালক প্রশাসন জানান, প্রতি মাসে তাঁদের এখানে র্যাবের অভিযান চালানো হয়। তিনি ওই দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া ওই দালালদের যোগসাজশের অপরাধে তিনজন আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তিন আনসার সদস্য হলেন—মো. শামীম, আজিজুর রহমান ও নূর আলম। এ ছাড়া দালাল মুজিবর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত দেয় এনফোর্সমেন্ট টিম।
পরবর্তী সময় অভিযোগের বিষয়ে বিস্তারিত রেকর্ডপত্র সরবরাহ করে এনফোর্সমেন্ট টিম। সে সঙ্গে ওই টিম শিগগিরই কমিশনে একটি প্রতিবেদন দেবে বলেও জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা।
দুদকের এই অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, আফনান জান্নাত কেয়া, রুহুল হক ও সুভাষ চন্দ্র মজুমদার।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে