Ajker Patrika

রাজধানীর পুরানা পল্টনে বন্দুকের দোকানে কর্মচারী গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৩ জুন ২০২৪, ২২: ৩৮
রাজধানীর পুরানা পল্টনে বন্দুকের দোকানে কর্মচারী গুলিবিদ্ধ

রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি বন্দুকের দোকানে মো. শাহীন (৩৮) নামে এক যুবক গুলিতে আহত হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আজ সোমবার বিকেলের দিকে পুরানা পল্টনের সৈয়দ নজরুল ইসলাম রোডে একটি বন্দুকের দোকানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাহীনকে হাসপাতালে নিয়ে আসা মুজাহিদ বাশার জানান, পুরানা পল্টনে একটি ভবনের এফ আহমেদ নামে বন্দুকের দোকানের কর্মচারী শাহীন। বিকেলে একটি পিস্তল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত একটি গুলি বের হয়ে ফ্লোরে আঘাত করার শাহিনের পিঠে বিদ্ধ হয়। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় যুবকটিকে তাঁর পরিচিত লোকজনেরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসা লোকজন তেমন কোনো তথ্য না দিলেও প্রাথমিকভাবে জানা গেছে, পুরানা পল্টন এলাকায় একটি বন্দুকের দোকানের কর্মচারী শাহীন। সেখানে কোনো অস্ত্র থেকে একটি গুলি বের হয়ে তাঁর পিঠে বিদ্ধ হয়। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পল্টন থানা পুলিশ ও শাহবাগ থানা পুলিশ কাজ করছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, ‘পুরানা পল্টনে একটি বন্দুকের দোকানে গুলির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে যাওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত